ঢাকা, রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
একুশে পরিবহনে মোটরসাইকেল নিয়ে ধাওয়া,ঘটনাটি ডাকাতি নয় বলছে পুলিশ
পূর্ব শত্রুতার জেরে অটোরিক্সা চালক হত্যা,গ্রেফতার ২
পিলখানা হত্যাকাণ্ড: ক্ষতিপূরণসহ চাকরি পুনর্বহালের দাবি বিডিআর সদস্যদের
ক্লাস-পরীক্ষা বর্জন করে নোয়াখালী কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
শাহবাগে ফুলের দোকানে আগুন: ঝুলন্ত বৈদ্যুতিক সংযোগ ও হাইড্রোজেন সিলিন্ডার ছিল বিপদের কারণ
সরকারি সফরে রাশিয়া ও ক্রোয়েশিয়া গেলেন সেনাপ্রধান
বাঞ্ছারামপুরে বিএনপির ১১ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ
পঞ্চগড়ের বোদায় গুম, খুন, ছিনতাই, ও সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল
ফুলবাড়ী পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যদের নিয়ে ঈদ পূর্ণমিলনী
চাঁদাবাজির অভিযোগে কাঁঠালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদককে শোকজ
রাজধানীর’ খেতাপুড়ি ‘দখল করেছে পটুয়াখালীর ঝাউবন
ঝিকরগাছায় কিশোরকে বস্তা কিনতে পাঠিয়ে ভ্যান নিয়ে চম্পট
১৭ বৎসর আন্দোলন সংগ্রাম করেছি ,দরকার হলে আবারো নামা হবে: আজিজুল বারী হেলাল
পাঁচবিবিতে মোহাম্মদপুর ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
টিআরসি নিয়োগে দালালমুক্ত স্বচ্ছ প্রক্রিয়ার আশ্বাস ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের

পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যা,ঘাতক স্বামী গ্রেফতার

পারিবারিক কলহের জেরে স্ত্রীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় আসামি রাব্বিকে (২৬) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সোমবার সকালে গাজীপুরের শ্রীপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়,শনিবার রাতে গার্মেন্টস থেকে ফেরার পথে স্ত্রী শাহিনা আক্তারকে (২৭) জোরপূর্বক ধরে নিয়ে বাঁশ ঝাড়ের নিচে ঝোপের ভেতরে গলায় কাপড় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন রাব্বি।

এ হত্যাকাণ্ডের ৩৬ ঘণ্টা না পেরোতেই সোমবার সকালে গাজীপুরের শ্রীপুর থানাধীন ফরিদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-১ এর একটি দল।

র‌্যাব-১ এর সহকারী পরিচালক (অপস্ অ্যান্ড মিডিয়া অফিসার) মো.মাহফুজুর রহমান এ তথ্য জানিয়েছেন।

র‌্যাবের এই কর্মকর্তা জানান,গত শনিবার শাহিনা আক্তার নিজের কর্মস্থল জে.এম ফেব্রিক্স ফ্যাক্টরি ছুটির পর বের হন। এরপর তার স্বামী রাব্বি তাকে অটোরিকশাযোগে জয়দেবপুর থানাধীন পশ্চিম ডগরী সাকিনস্থর বাঁশ ঝাড়ের নিচে ঝোপের মধ্যে নিয়ে যান। এরপর রাত সাড়ে ১০টার দিকে আসামি তার সঙ্গে থাকা কাপড় গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে মৃতদেহটি ঘটনাস্থলে ফেলে পালিয়ে যায়। এ ঘটনায় ভিকটিমের বাবা মো. কাজল মিয়া বাদী হয়ে শ্রীপুর থানায় একটি হত্যা মামলা করেন।

র‌্যাব জানায়,ঘটনাটি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ব্যাপক প্রচারিত হয় এবং এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। পরবর্তীতে এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত আসামিকে গ্রেফতারের জন্য র‌্যাব গোয়েন্দা নজরদারি বাড়ায়। এরই ধারাবাহিকতায় সোমবার সকালে র‌্যাব-১-এর একটি আভিযানিক দল ও ইন্ট উইংয়ের সহযোগিতায় জানতে পারে যে,মামলার প্রধান আসামি মো. রাব্বি গাজীপুরের শ্রীপুর থানাধীন ফরিদপুর এলাকায় আত্নগোপনে আছে। পরবর্তীতে সেখানে অভিযান চালিয়ে রাব্বিকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়,প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি রাব্বি তার স্ত্রী শাহিনা আক্তারকে কাপড় দিয়ে গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার পর মৃতদেহটি ঘটনাস্থলে ফেলে পালিয়ে যায় বলে স্বীকার করে।

আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য গ্রেফতার আসামিকে জয়দেবপুর থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ