ঢাকা, সোমবার, ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
আমতলীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা
মিরসরাইয়ে স্বপ্নের খৈয়াছড়া’র কার্যকরী পরিষদ গঠন, সভাপতি জাহেদ সম্পাদক নুর আহমেদ
কুষ্টিয়ায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে ছবির শেখকে গণপিটুনি
দেহ ব্যবসায়ীদের আস্তানা গুড়িয়ে ও পুড়িয়ে দিলেন এলাকাবাসী
আত্রাইয়ের আকাশ থেকে পড়ল বিরল আকৃতি’র শীলা
ফেনী নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অর্ধদিনব্যাপী সাড়াশি অভিযান
নওগাঁ-ঢাকা বাস কাউন্টারে প্রশাসনের ভ্রাম্যমাণ টিমের অভিযান
নবীনগরের সাংবাদিক গোলাম মোস্তফার ইন্তেকাল
ব্রাহ্মণবাড়িয়ায় ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ১১ সদস্যের কমিটি গঠন
বোয়ালমারীতে গৃহবধূর আত্মহত্যা,নিহতের পরিবারের দাবি খুন
বিস্ফোরক আইনের মামলায় মাদ্রাসার অধ্যক্ষ গ্রেফতার
রাজবাড়ীর সাবেক এমপি কেরামত কাজী গ্রেফতার
পল্লবী থানার বিশেষ অভিযানে ৩০ মামলার আসামিসহ ১২জন গ্রেফতার
গাজায় গণহত্যার প্রতিবাদে পিআরপি’র সকাল-সন্ধ্যা হরতালের ডাক
ঘোড়াঘাটে আদিবাসী উন্নয়ন সংস্থার র্নিবাচনে সভাপতি লুইস :সম্পাদক মাইকেল

আমতলীতে নকল বীজে সর্বস্ব হারাচ্ছে কৃষক,ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন

আমতলী(বরগুনা)প্রতিনিধিঃ বরগুনার আমতলীতে নকল ধান বীজ রোপন করার ১ মাসের মধ্যে চারায় ধান আসায় চরম বিপাকে পড়েছে উপজেলার গোছখালী গ্রামের প্রায় অর্ধশত কৃষক। কৃষকরা
ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন করেছেন। সোমবার (৯ সেপ্টেম্বর )বেলা ১১ টায় গোছখালী গ্রামে কৃষক মজিবুর রহমানের নেতৃত্বে
নকল বীজ বিক্রয় প্রতিষ্ঠানের কাছ থেকে ক্ষতিপূরণের দাবিতে এ মানববন্ধন করেন।মানববন্ধনে ক্ষতিগ্রস্থ কৃষকরা জানান, স্থানীয় ডিলার মো.চাঁন মিয়ার কাছ থেকে ১ মাস আগে প্রাইম কোম্পানীর লাল গুটি স্বর্না বীজধান ক্রয় করে রোপণ করেন । কিন্তু ধান বিজ রোপনের ১ মাসের মধ্যে ধান চারার গর্ভে ধান ধান চলে এসেছে । এতে গোছখালী গ্রামের ৫০শ একর জমির ধানের চারা নষ্ট হয়ে গেছে।ক্ষতিগ্রস্থ কৃষক ওসমান গনি, মনিরুল, বেল্লাল, মজিবর খলিফা, আব্দুর রব মনির, আমজেদ তালুকদার, রফিক আল আমিন, সাইদুল, হানিফ, জামাল গাজী, জালাল প্যাদা, মহসিন প্যাদা, চান মিয়া তালুকদার, ছালাম মোল্লা, আল আমিন বলেন, আমরা কৃষকরা স্থানীয় ডিলার মো. চাঁন মিয়ার কাছ থেকে ৭৭০ টাকা করে প্রাইম কোম্পানীর ১ কেজির বস্তার লাল গুটি স্বর্না ধান বিজ ক্রয় করে ধান চারার জন্য রোপন করি। কিন্তু রোপনের ১ মাসের মধ্যে ধান চারায় থোড় ধরেছে (ধান চারায় ধান ফলেছে) এখন আমাদের কৃষকদের প্রায় ৫০ একর জমিতে ধানের চারা রোপন করতে পারবোনা। এখন নতুন করে চারা করার সময় ও নাই আর কোথায় ও চারা বিজ পাওয়া যাচ্ছেনা।আমরা ক্ষতিগ্রস্থরা ধান বিজ বিক্রয়কারী প্রতিষ্ঠান ইউনুস এন্ড সন্স এর ডিলারের কাছ থেকে ক্ষতিপূরন ও তার বিচারের দাবী জানাই উপজেলা প্রশাসনের কাছে।এ ব্যাপারে স্থানীয় ডিলার মো. চান মিয়া বলেন, আমতলী হাসপাতাল রোডের ইউনুস এন্ড সন্স এর ডিলার ইউনুস মিয়ার কাছ থেকে এই বিজ পাইকারী ক্রয় করে কৃষকদের কাছে বিক্রি করেছি। বিষয়টি ইউনুস ডিলারকে জানানো হয়েছে । আমি ও ইউনুস ডিলারের বিচার চাই। এ প্রসঙ্গে আমতলীর ইউনুস এন্ড সন্স এর মালিক বীজ ডিলার মো. ইউনুস মিয়া মুঠোফোনে বলেন, লালগুটি স্বর্না ধানের বীজ রোপনরে ২৫ দিনের মধ্যে চারা রোপন করতে হবে। কৃষকরা দেড় মাস বয়সে চারা রোপন করায় চারার গর্ভে ধান চলে এসেছে। আমতলী উপজেলা কৃষি অফিসার মো. ঈসা বলেন বিষয়টি শুনেছি । তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে। আমতলী উপজেলা নির্বাহী অফিসার মো. আশরাফুল আলম বলেন, তদন্ত করে সত্যতা পাওয়া গেলে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুনঃ