
মোঃ কামরুজ্জামান হেলাল, পটুয়াখালী জেলা প্রতিনিধি।
বৈষম্য বিরোধী ছাত্র- জনতার আন্দোলনে নিহত শহীদ পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় ও আর্থিক অনুদান প্রদান এবং দোয়া অনুষ্ঠান পটুয়াখালীতে অনুষ্ঠিত হয়েছে। ৭ সেপ্টেম্বর শনিবার সকাল ৯ টায় শিল্প কলা একাডেমি পটুয়াখালীতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এ্যাড,মোয়াযযম হোসাইন হেলাল, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল,বাংলাদেশ জামায়াতে ইসলামী। এসময় সভাপতি অধ্যাপক মুহম্মদ শাহ আলম জেলা আমীর, পটুয়াখালী, বাংলাদেশ জামায়াতে ইসলামী এর সভাপতিত্বে ও সেক্রেটারি অধ্যাপক এবিএম সাইফুল্লাহ এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ড. শফিকুল ইসলাম মাসুদ, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী।
এছাড়াও এসময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পটুয়াখালী জেলা শাখার আহবায়ক আলহাজ্ব আঃ রশিদ চুন্নু মিয়া ও সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি প্রমুখ।এসময় বৈষম্য বিরোধী ছাত্র -জনতার আন্দোলনে নিহত শহীদ পরিবারের সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী এর সহযোগী সংগঠন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ও এর অঙ্গ- সংগঠনের নানা স্তরের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। দোয়া অনুষ্ঠান শেষে বৈষম্য বিরোধী ছাত্র- জনতার আন্দোলনে নিহত ২৩ জন শহীদ পরিবারের সদস্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয় বলে জানা যায় ।