ঢাকা, শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
খুলনায় যৌথ বাহিনীর হাতে গ্রেনেড বাবু আটক
বকশীগঞ্জে অগ্নিকান্ডে ৩০ লাখ টাকা ক্ষয়ক্ষতি
যৌথবাহিনীর অভিযানে সাতদিনে গ্রেফতার ৩৪১
এসো আমরা ঈদের আনন্দের সাথে নিজেরা নিজেদের অবস্থান তৈরি করি-ব্যারিস্টার মাহবুবুর রহমান সালেহী
কলাপাড়ায় গৃহবধূর রহস্যজনক নিখোঁজের ঘটনায় গ্রেফতার ৭
নওগাঁয় ধানখেতে গলিত লাশ উদ্ধারের ঘটনায় মুলহোতা গ্রেপ্তার
নাইক্ষ্যংছড়ির পাহাড়ি কন্যা পর্যটন লেকে ঈদে ১৬ বছরের রেকর্ড পর্যটকের ঢল
বাঁশখালীতে টানা ৪১ দিন জামাতে নামাজ আদায় করা ১৭ শিশু-কিশোর সাইকেল উপহার
আত্রাইয়ে ঈদের চতুর্থ দিনেও সাহাগোলা রেলওয়ে স্টেশনজুড়ে পর্যটকদের উপচে পড়া ভিড়
ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক গ্রেফতার
কলমাকান্দায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার পলাতক অলি আহমেদ
নেত্রকোণা সরকারী কলেজের ঈদ পুনর্মিলনী
ভারতীয় মিডিয়া গুজবে চ্যাম্পিয়ন:স্বরাষ্ট্র উপদেষ্টা
জিয়ার শ্রদ্ধা স্মারক সরিয়ে ফেলার অপকর্মে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনুন:জাসাস
কালিগঞ্জে প্রত্যয় গ্রুপের ১৩ তম বর্ষপূর্তি ও ঈদ পুনমিলনী 

পঞ্চগড়ের দেবীগঞ্জ থানায় ৮ আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে মামলা

পঞ্চগড়ের দেবীগঞ্জে উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম এমুসহ ৮ আওয়ামী লীগ নেতার নাম উল্লেখ করে অজ্ঞাত ৫০/৬০ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার (৫-সেপ্টেম্বর) দেবীগঞ্জ থানায় এই মামলা হয়।
সদর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ জয়নুল হক বাদী হয়ে তার উপর হামলা, দোকান ভাঙচুর, টাকা ছিনতাই এবং চাঁদাবাজি ও হত্যা চেষ্টার ঘটনায় ঐ ৮ নেতার বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার অন্য আসামিরা হলেন, দেবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, পৌর যুবলীগের আহ্বায়ক সাদ্দাম হোসেন, ইউপি সদস্য আব্দুল মজিদ, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুরে কায়েদে আজম, কৃষক লীগ নেতা ইউসুফ আলী ও মোঃ শফিক। মামলার এজাহার থেকে জানা গেছে, গত বছর ২৮ ডিসেম্বর বিকেলে সদর ইউনিয়নের মড়াতল্লী বাজারে ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জয়নুল হকের দোকানে সদর ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল আলম এমুর নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়।
প্রথমে তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ভুক্তভোগী জয়নুলের মাথায় রাম-দা দিয়ে আঘাত করা হয়। অন্যান্য আসামিরা তার শরীরের এলোপাথারি আঘাত করতে থাকেন। আহত অবস্থায় বাচার জন্য সেখান থেকে দৌড়ে আব্দুল বাকীর বাসায় আশ্রয় নিলে সেখানেও ভাঙচুর চালায় অভিযুক্ত আসামিরা। জয়নুল হকের গলা চেপে ধরে শ্বাস রোধে হত্যা চেষ্টা করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় জয়নুল হক বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৫০/৬০ জনের নামে দেবীগঞ্জ থানায় মারধর, চাঁদাবাজি, ছিনতাই, ভাঙচুর এবং হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম বলেন, গতকাল মামলাটি রুজু করা হয়েছে।
এ বিষয়ে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুনঃ