
নুরুল আমিন ভূইয়া দুলাল নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুরের রায়পুরে তারুণ্যের অহংকার বিএনপি ভার-প্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে ফ্রী চিকিৎসা সেবা কার্যক্রম অব্যাহত রয়েছে প্রতিনিয়ত।
চলমান ভয়াবহ বন্যায় লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার পৌরসভার নয়টি ওয়ার্ডেই মারাত্মক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। গত তিন দিনে পানি প্রায় ২/৩ ফুট কমেছে। এখনও অনেক এলাকা হাঁটু পানিতে নিমজ্জিত। এসব দূর্গত এলাকার বানভাসি মানুষেকে ফ্রী চিকিৎসা সেবা দেওয়ার উদ্দেশ্যে রায়পুর মাতৃছায়া হাসপাতাল ও অ্যাপোলো ডেন্টাল ক্লিনিক এর উদ্যোগে এবং নজরুল ইসলাম লিটনের তত্ত্বাবধানে ফ্রী চিকিৎসা সেবা কার্যক্রম শুরু করেছে। এই চিকিৎসা সেবা কার্যক্রম অনুযায়ী বানভাসি সহস্রাধিক নারী-পুরুষ ও শিশুদের আজ সকাল থেকে পৌরসভার ৬নং ওয়ার্ল্ডে কুরি বাড়িতে ফ্রী চিকিৎসাসেবা প্রদান ও ঔষধ বিতরণ করা হয়েছে।
ফ্রী চিকিৎসা ও ঔষধ প্রধান অনুষ্ঠানে রায়পুর মাতৃসায়া হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক বাহার মৃদ্ধা ডাক্তার নার্স ও ওষুধ দিয়ে সহায়তা করেন। ডেন্টিস্ট নুর ই আলম মুকুল ফ্রী চিকিৎসা ক্যাম্পে আগত দন্ত রোগীদের চিকিৎসা প্রদান করেন। এ সময় মাতৃছায়া হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক বাহার মৃধা সহ বিএনপি ও স্থানীয় নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।।