ঢাকা, শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পটুয়াখালীতে সড়ক দূর্ঘটনায় আনসার কমান্ডার নিহত
পাঁচবিবিতে আওলাই ইউনিয়ন জামায়াতের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত
আত্রাইয়ের কচুয়া মধ্যপাড়া ইসলামীক সম্মেলন
মিরসরাইয়ে পাঁচ বছরেও উদঘাটন হয়নি গৃহবধূ মুন্নী হ*ত্যার রহস্য , ক্ষুদ্ধ ভুক্তভোগী পরিবার
প্রয়োজনীয় সংস্কার করে যথা সম্ভব দ্রুত নির্বাচন দিতে হবে :অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার
কালিগঞ্জের বিষ্ণুপুরে কৃষকদলের উদ্যোগে ঈদ পুনর্মিলন ও সাংস্কৃতি সন্ধ্যা 
নওগাঁয় মাটিবাহি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসা পড়ুয়া শিশুর মৃত্যু
ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের ঈদ পূর্ণমিলনী
কুয়াকাটা সৈকত দখল করে ঝুকিপূর্ণ মার্কেট নির্মানের অভিযোগ
কুড়িগ্রামে ২৪ পরবর্তী নতুন বাংলাদেশে কেমন কুড়িগ্রাম দেখতে চাই শীর্ষক মতবিনিময় সভা
বোদায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
সরাইলে অভিযানে ৩ হত্যা মামলার আসামীসহ গ্রেফতার ৯
বাগমারায় চুরিকাঘাতে যুবকের মৃত্যু:ঘাতকে পিটিয়ে হত্যা করলো উত্তেজিত জনতা
নড়াইলে বিএনপি নেতা সান্টুর উপর ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
লাখো পর্যটকের সমাগম কুয়াকাটা সমুদ্র সৈকতে। শতভাগ হোটেল মোটেল বুকিং

কালীগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার বাবুর আলী পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম মোল্লা ও তার ভাতিজা মেজবাহ উদ্দিন বিপ্লবের বিরুদ্ধে আর্থিক অনিয়ম, সেচ্ছাচারিতা, নিয়োগ বাণিজ্য, রাজনৈতিক প্রভাব খাটানোসহ নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ করেন অত্র প্রতিষ্ঠানের অভিভাবক নিজামুদ্দিনসহ কয়েকজন ।

রবিবার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা জহির ইমামের নিকট লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সুত্রে জানা যায়, বাবুর আলী পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম মোল্লা ও তার আপন ভাইয়ের ছেলে মেজবাহ উদ্দিন বিপ্লব দীর্ঘ দিন ধরে বিদ্যালয়কে ও বিদ্যালয়ের শিক্ষার্থীদের জিম্মি করে রেখেছেন। প্রতিষ্ঠানটির পুরাতন প্রতিষ্ঠাতা ও দাতা সদস্য বাদ দিয়ে তার পরিবারের লোকজন কে রাতারাতি দাতা সদস্য বানিয়েছেন। ১৯৯২ সালে প্রতিষ্ঠার পর ২০১৯ সালে ৪ তলা আইসিটি ভবনের বরাদ্দ পায় বিদ্যালয়টি।

এলাকাবাসীর অভিযোগ, বিদ্যালয় পুরাতন ভবন নিলাম বিজ্ঞপ্তি না দিয়ে সেটি নিজেই আত্মসাৎ করেন প্রধান শিক্ষক নজরুল ইসলাম মোল্লা। তিনি বিদ্যালয়ের পুরনো অফিস কক্ষের দুই রুম ও ক্লাসরুমের ৬টি কক্ষ ভেঙ্গে পুরাতন কিছু মালামাল ব্যক্তিগত কাজে ব্যবহার করেন এবং বাকীটা বিক্রি করে প্রায় ১০ লক্ষ টাকা আত্নসাৎ করেন।

এখানেই শেষ নয়, দূর্নীতিবাজ নজরুল ইসলাম মোল্লা সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের মাধ্যমে অসহায় ও ক্যান্সার আক্রান্ত রোগির ভুয়া কাগজপাতি তৈরি করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেন যা ইতিপূর্বে প্রথম আলোতে প্রতিবেদন আকারে প্রকাশ হয়েছিলো, প্রধান শিক্ষক নিজ সিদ্ধান্তে রাতারাতি বিদ্যালয়ে মনগড়া কমিটি গঠন করে প্রায় দেড়- কোটি টাকা নিয়োগ বানিজ্য করেছেন। আর সেইটাকা দিয়ে বিদ্যালয়ের সাথে বিআরএস ৫১২৮ দাগে ৫৩ শতাংশ থাস জমি দখল করে দোকানপাটসহ বিভিন্ন স্থাপনা তৈরি করেন ওই প্রধান শিক্ষক ।

বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের সময় থানার কার্যক্রম বন্ধ থাকার সুযোগে প্রায় ১৫ লক্ষ টাকার রাস্তার সরকারী গাছ কর্তন করেন তিনি । দূর্নীতিবাজ, ভূমিদস্যু, নিয়োগ বাণিজ্যকারী প্রধান শিক্ষক নজরুল ইসলাম মোল্লাকে অবিলম্বে পদত্যাগসহ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি জানান অভিযোগকারীসহ স্থানীয়রা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জহির ইমাম অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, এ অভিযোগের বিষয়ে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কে তদন্তভার দেয়া হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

এ বিষয় প্রধান শিক্ষক নজরুল ইসলাম মোল্লার সাথে মোবাইল ফোনে কয়েকবার যোগাযোগ করার চেষ্টা করলে তার ফোন বন্ধ পাোয়া যায়।

শেয়ার করুনঃ