ঢাকা, শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
নড়াইল জেলা ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতা-কর্মীদের ঈদ পুনর্মিলনী
জামায়াতে ইসলামীতে চাঁদাবাজ সন্ত্রাসের কোনো সুযোগ নেই:রফিকুল ইসলাম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিকের প্রার্থীকে বিজয়ী করতে কাজ করতে হবে
ভূরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি’র সম্মেলনের উদ্বোধন
বিরামপুরে আগ্নিকান্ডে সনাতন পরিবারের সর্বস্ব পুড়ে ছাই
কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের সাথে ডা. শহিদুল আলমের মতবিনিময়
পঞ্চগড় সড়কে বিআরটিএ ও যৌথবাহিনীর অভিযান
ছাত্র আন্দোলনে হত্যা মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেফতার
‘ভাই’ সম্বোধন করায় সাংবাদিককে সাবেক সেনা কর্মকর্তার হুমকি
পিবিআইয়ের তিন পুলিশ সুপারকে রদবদল
পটুয়াখালীতে সড়ক দূর্ঘটনায় আনসার কমান্ডার নিহত
পাঁচবিবিতে আওলাই ইউনিয়ন জামায়াতের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত
আত্রাইয়ের কচুয়া মধ্যপাড়া ইসলামীক সম্মেলন
মিরসরাইয়ে পাঁচ বছরেও উদঘাটন হয়নি গৃহবধূ মুন্নী হ*ত্যার রহস্য , ক্ষুদ্ধ ভুক্তভোগী পরিবার
প্রয়োজনীয় সংস্কার করে যথা সম্ভব দ্রুত নির্বাচন দিতে হবে :অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

নড়াইলে স্ত্রীকে জবাই করে ও আগুনে পুড়িয়ে হত্যা, স্বামী ও তার সহযোগীর মৃত্যুদণ্ড

মো. তাহের, নড়াইল প্রতিনিধি:

নড়াইলে স্ত্রীকে জবাই করে ও আগুনে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী রনি শেখ ও তার বন্ধু মেহেদী হাসানের ফাঁসি ও প্রত্যেককে ১ লক্ষ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৯আগষ্ট) নড়াইলের বিজ্ঞ জেলা ও দায়রা জজ আলমাচ হোসের মৃধা এই রায় ঘোষণা করেন। এছাড়া হত্যার পরে লাশ গুম করে হত্যার ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করার অপরাধে উভয়কে ৭ বছরের কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। নড়াইল জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এমদাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এ মামলার রায়ে বলা হয়েছে, ৪ বছর পূর্বে নড়াইল সদর উপজেলার ষড়াতলা গ্রামে রনি শেখের সাথে আছিয়া খাতুনের বিয়ে হয়। তাদের সংসারে বায়েজিদ নামে একটি পুত্র সন্তান রয়েছে। পারিবারিক কলহের জেরে রনি শেখ স্ত্রী কে তালাক দেয়। এর ৩ মাস পরে স্থানীয়দের মধ্যস্থতায় পুনরায় তাদের বিবাহ হয়। এসময় কন্যার শান্তির কথা ভেবে আছিয়া খাতুনের পরিবার পৈত্রিক ৯ শতক জমির উপর একটি একতলা পাকা ঘর নির্মান করে দেন। রনি শেখ গন্ডব গ্রামের হাসিনা খানমের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে, একপর্যায়ে উভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যায়। এই ঘটনা নিয়ে আছিয়া এবং রনি শেখের মধ্যে প্রায়ই কলহ চলতো। এই পর্যায়ে স্ত্রী আছিয়া খাতুন কে চীরতরে সরিয়ে দেবার জন্য বাল্যবন্ধু মেহেদী হাসানের সাথে লোহাগড়ার আলামুন্সির মোড়ে পরামর্শ করে। সেখান থেকে ২ লিটার পেট্রোল কিনে নেয়। ২০২২ সালের ৪ নভেস্বর সকালে দুই বন্ধু ষড়াতলা গ্রামের আনোয়ারের পুকুরে গোসল করার সময় হত্যার পরিকল্পনা করে। এরপর যে যার বাড়ি ফিরে গিয়ে সাড়ে এগারটার দিকে বন্ধু মেহেদী হাসান রনি শেখের বাড়িতে আসে। এসময় মেহেদী হাসান ঘর মোছার মফ এর স্টিলের পাইপ দিয়ে আছিয়া খাতুনের মাথায় আঘাত করে। আছিয়া অজ্ঞান হয়ে খাট থেকে পড়ে গেলে গলায় ওড়না ও বালিশ চাপা দেয়। এতে কাজ না হলে রান্নাঘরের বটি এনে গলা কেটে হত্যা করে। এরপর পেট্রোল ঢেলে আছিয়ার শরীর এবং ঘরে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় আছিয়া খাতুনে মা রেবেকা বেগম বাদী হয়ে নড়াইল সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ সাক্ষ্য শেষে ঘটনা প্রমানিত হওয়ায় আদালত এই রায় ঘোষনা করেন।

শেয়ার করুনঃ