
আমতলী(বরগুনা)প্রতিনিধি: গত(২৫ আগষ্ট) রবিবার বেলা সাড়ে ১২ টার দিকে বরগুনার আমতলী উপজেলার ৩ নং আঠারগাছিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের উত্তর গাজীপুর নামক স্থানে গাজীপুর
টু কুকুয়া সড়কে অবসরপ্রাপ্ত এক শিক্ষকের বিরুদ্ধে অবৈধ ভাবে সরকারি খাল দখল করে পুকুর খনন করে মাছ চাষ ও পারিবারিক কাজে ব্যাবহার এর অভিযোগে এলাকাবাসীর করা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল ষড়যন্ত্র মূলক বলে দাবি করেছেন অভিযুক্ত অবসরপ্রাপ্ত শিক্ষক আজিজুল হক রত্তন মাস্টার অবসরপ্রাপ্ত শিক্ষক আজিজুল হক রত্তন মাস্টার বলেন, একটি প্রভাশালী মহল মানববন্ধনে আমার বিরুদ্ধে খাল দখলের যে অভিযোগ আনা হয়েছে তা মোটেই সত্য না, এলাকার কিছু কুচক্রী মহল আমাকে সামাজিকভাবে ছোট করতে এবং তাদের সার্থ রক্ষার্থে আমার বিরুদ্ধে এমন অভিযোগ এনেছেন।তিনি আরও বলেন, আসল ঘটনা হইলো কিছু কুচক্রী মহল তাদের স্বার্থে আমার বাড়ি থেকে অল্প দূরে পশ্চিম গাজীপুর ওয়াপদার সরকারী খালের ফ্লাসিং স্লুইজইস বা কালভার্ট বন্ধ করিয়া দীর্ঘবছর ধরে সরকারী খাল ভোগদখল করে আসছে। উক্ত ফ্লাসিং স্লুইজটি
উন্মুক্ত করে দেওয়ার দাবি জানিয়ে আমি গত (১৯ ডিসেম্বর) ২০২২ তারিখে মেনাজ উদ্দিন মৃধার ছেলে সফিক মৃধা, সেলিম আকন এর ছেলে হাবিবুর রহমান, ময়েজউদ্দিন মৃধার ছেলে
মোশারেফ মৃধা, মোসলেম এর ছেলে সোহরাব, আবুল কাশেম মৃধার ছেলে আলো মৃধা, নূর মৃধার ছেলে বাহাউদ্দীন মৃধা ও মৃত্যু জয়নাল মৃধার চার ছেলে বাদশা মৃধা, কুতুব মৃধা, লোকমান মৃধা ও মোতালেব মৃধার বিরুদ্ধে আমতলী উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত আবেদন করি, সেই আবেদনের জের ধরে তাদের স্বার্থ রক্ষার্থে আমার বিরুদ্ধে এসব অভিযোগ করেছেন বলে আমি মনে করছি।এলাকার সাধারণ কৃষকের কথা চিন্তাা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এই ঘটনার সুষ্ঠু সমাধানের দাবি করছে অবসরপ্রাপ্ত শিক্ষক আজিজুল হক রত্তন মাস্টার।