ঢাকা, সোমবার, ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কখনও পুলিশ,কখনও আবার ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা,অবশেষে গ্রেফতার
রাজবাড়ী-২ আসনে আবুল খানকে বিএনপির প্রার্থী চান সাধারণ জনগণ ও নেতারা
মহেশখালীতে দেশীয় আগ্নেয়াস্ত্র-গুলিসহ ২ ডাকাত আটক
ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে রূপসায় বিক্ষোভ মিছিল
ইসরাইলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে কয়রায় জামায়াতের বিক্ষোভ মিছিল
দীঘলিয়ায় যৌথবাহিনীর অভিযান, অস্ত্রসহ মাদক ব্যবসায়ী আটক
আদালতের আদেশ অমান্য করে আমতলীর আমড়াগাছিয়া হোসাইনপুর খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্সের জমি দখল করে নারীর ঘর নির্মাণ
আমতলীতে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
কলাপাড়ায় চাচার পায়ের রগ কর্তন করলেন ভাতিজা
হোমনায় ‘ফিলিস্তিনে’ ইসরাইলের আগ্রাসন ও হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
বাগমারায় সভাপতির বিরুদ্ধে অপপ্রচার এবং জেষ্ঠতা লঙ্ঘন করে দায়িত্ব অর্পণ অপচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন
গাজায় গণহত্যা বন্ধের দাবিতে কলমাকান্দায় হেফাজতে ইসলামের বিক্ষোভ সমাবেশ ও ধর্মঘট কর্মসূচি
লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় ১৫ জন পুলিশ সদস্য আহত গ্রেফতার ১
গাজায় ইসরাইলের যুদ্ধ আগ্রাসনের প্রতিবাদে পবিপ্রবিতে সমাবেশ ও মানববন্ধন
তাড়াশে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ মিছিল

আমতলীতে জনসাধারনের চলাচলের পাকা সড়ক কেটে খাল কাটার অভিযোগ

আমতলী(বরগুনা)প্রতিনিধিঃ

বরগুনার আমতলীতে পশ্চিম গাজীপুর গ্রামের ১৯৬৯ সালের বন্যা
নিয়ন্ত্রণ ভেরীবাঁধ পাকা রাস্তা কেটে রেকর্ডিও জমিতে খাল কাটার অভিযোগ করেন আজহার উদ্দিনের ছেলে রেজাউল মাস্টার অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার পশ্চিম গাজীপুর এলাকার জনসাধারণকে ভয়বাহ বন্যা ও জলোচ্ছাস থেকে গাজীপুর গ্রামকে রক্ষা করবে। বৃষ্টির পানির জলাবদ্ধতা থেকে এলাকার কৃষি জমি জক্ষা করার জন্য একই সময়ে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক একটি ফ্লাসিং সুইজ গেট নির্মাণ করেন। কিন্তু এলাকার কিছু প্রভাবশালী লোক ঐ ফ্লাসিং স্লুইজ গেটের মুখ দখল করে ঘর-বাড়ী নির্মাণ করেছেন এবং ফ্লাসিং সুইজের পানি উঠানামার জন্য খাল বা নালা দখল করে চাষাবাদ করিতেছেন।এ কারণে পশ্চিম গাজীপুর গ্রামের কৃষি জমিতে জলাবদ্ধতা দেখা দেয়। যার কারণে পশ্চিম গাজীপুর গ্রামে ঘর-বাড়ী ও কৃষি জমিতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। সম্রাতি প্রতি কিছু সংখ্যক ব্যক্তিরা ব্যক্তিগত নিজ স্বার্থ হাসিলের জন্য একটি প্রভাবশালী মহল মৃত আজাহার উদ্দিন মাষ্টারের বাড়ীর নিকট দিয়ে পটুয়াখালী-আমতলী মহাসড়ক থেকে গাজীপুর গলাচিপা ধানখালী সংযোগ সড়কের বন্যা নিয়ন্ত্রণ ভেরীবাঁধটি পাকা রাস্তাা দিয়ে প্রতিদিন শতশত বিভিন্ন ধরনের যানবহন ও হাজার হাজার জনসাধারণ চলাচল করে।এবিষয় রেজাউল করিম বলেন, গাজিপুর – গলাচিপা ধানখালী সংযোগ বন্যা নিয়ন্ত্রণ বেরিবাঁধের পাকা রাস্তা কেটে এবং পাকা রাক্ষায় বেড়া দিয়ে চলা বিঘ্ন সৃষ্টি করেন স্থানীয় প্রভাবশালী সফিউল ইসলাম, মজিবুর মৃধাসহ একাধিক লোকজন। তারা কৌশলে আমাদের রেকর্ডিও জমি ক্ষতিগ্রস্থ করার জন্য রাস্তাা কেটে খাল খনন করতেছে। ফ্লাসিং সইজগেট খুলে দেয়ার দাবী।অপরদিকে উপজেলার পশ্চিমগাজীপুর গ্রামে পানি উন্নয়ন বের্ড কর্তৃক নির্মিত ফ্লাসিং স্লুইজগেট দখল করে রাখায় জলাবদ্ধতা দেখা দিয়েছে।জানাগেছে ১৯৬৯ সালে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক পশ্চিম গাজীপুর গ্রামের জনসাধারনকে বন্যা জলোচ্ছাবাস থেকে রক্ষার জন্য বেড়ি বাঁধ নির্মান করেন এবং একই সাথে পশ্চিম গাজীপুর গ্রামের জনসাধারনের কৃষি জমিতে যাতে বর্ষাও সময় জলাবদ্ধতা না দেখা দেয় সেই জন্য একটি ফ্লাসিং স্লুইজগেট নির্মান করেন।কিন্তু এলাকার কিছু প্রভাবশালীরা ঐ ফ্লাসিং সুøইজগেট দখল কাে বাড়ী ঘর করে পানি চলাচল
বন্ধ করে দেওয়ায় পশ্চিমগাজীপুর গ্রামে এই বর্ষায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। ভুক্তভোগি অবসর প্রাপ্ত শিক্ষক আজিজুল হক রত্তন মাষ্টার বলেন, এই জলাবদ্ধতা দুর করার জন্য এলাকার কিছু সুবিদাবাদী লোক সুযোগ বুঝে আমতলী. গাজীপুর, ধানখালী, গলাচিপা সড়কের রত্তন মাষ্টারের বাড়ীর নিকট দিয়ে সড়ক কেটে পানি সরানোর জন্য উঠে পড়ে লেঘেছে। উল্লেখ্য এই বন্যানিয়ন্ত্রন বাধের উপর দিয়েই এই সড়কটি অবস্থিত।এলাকার কিছু লোক ব্যক্তিগত স্বার্থ হাসিল করার জন্য আমার বাড়ীর নিকট দিয়ে সড়ক
কেটে পানি নামাতে চায় । যেখান দিয়া বন্যানিয়ন্ত্রন বাধ কাটা হচ্ছে সেখান থেকে ৫০০/৬০০ ফিট দুরে ফ্লাসিং স্লুইজগেট রয়েছে এমন দাবী রত্তন মাষ্টারের। রত্তন মাষ্টার আরো বলেন, এখান দিয়ে সড়ক কাটায় বন্যা জলোচ্ছেসের ঝুঁকিতে পড়বে পশ্চিমগাজীপুরসহ
কয়েকটি গ্রাম ও আমতলী গাজীপুর সড়কের কুকুয়াহাট সলগ্ন বেইলি ব্রিজটি। আজিজুল হক রত্তন মাষ্টার সহ এলাকাবাসী ফ্লাসিং
স্লুইজগেট খুলে দেয়ার দাবী জানিয়েছেন প্রশাসনের কাছে।এ ব্যাপারে জানতে চাইলে সফিউল ইসলাম, মজিবুর মৃধা কোন কথা বলবেন না বলে জানান। এ ব্যাপারে আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আশরাফুল আলম বলেন সরেজমিন তদন্ত করে প্রয়োজনিয় ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুনঃ