ঢাকা, শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
‘ভাই’ সম্বোধন করায় সাংবাদিককে সাবেক সেনা কর্মকর্তার হুমকি
পিবিআইয়ের তিন পুলিশ সুপারকে রদবদল
পটুয়াখালীতে সড়ক দূর্ঘটনায় আনসার কমান্ডার নিহত
পাঁচবিবিতে আওলাই ইউনিয়ন জামায়াতের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত
আত্রাইয়ের কচুয়া মধ্যপাড়া ইসলামীক সম্মেলন
মিরসরাইয়ে পাঁচ বছরেও উদঘাটন হয়নি গৃহবধূ মুন্নী হ*ত্যার রহস্য , ক্ষুদ্ধ ভুক্তভোগী পরিবার
প্রয়োজনীয় সংস্কার করে যথা সম্ভব দ্রুত নির্বাচন দিতে হবে :অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার
কালিগঞ্জের বিষ্ণুপুরে কৃষকদলের উদ্যোগে ঈদ পুনর্মিলন ও সাংস্কৃতি সন্ধ্যা 
নওগাঁয় মাটিবাহি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসা পড়ুয়া শিশুর মৃত্যু
ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের ঈদ পূর্ণমিলনী
কুয়াকাটা সৈকত দখল করে ঝুকিপূর্ণ মার্কেট নির্মানের অভিযোগ
কুড়িগ্রামে ২৪ পরবর্তী নতুন বাংলাদেশে কেমন কুড়িগ্রাম দেখতে চাই শীর্ষক মতবিনিময় সভা
বোদায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
সরাইলে অভিযানে ৩ হত্যা মামলার আসামীসহ গ্রেফতার ৯
বাগমারায় চুরিকাঘাতে যুবকের মৃত্যু:ঘাতকে পিটিয়ে হত্যা করলো উত্তেজিত জনতা

বিএনপি নেতার হস্তক্ষেপে মহারশি নদীর বালু মহাল ফিরে পেলো ইজারাদার

শেরপুর জেলা বিএনপির সভাপতি শেরপুর ৩ (শ্রীবরদী – ঝিনাইগাতী) আসনের সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেলের হস্তক্ষেপে মহারশি নদীর বালু মহাল ফিরে পেলো বালু মহালের ইজারাদার আসাদুজ্জামান স্বপন । জানা যায়,
চলতি বছরে জেলা প্রশাসনের পক্ষ থেকে এক বছর মেয়াদে প্রায় দেড় কোটি টাকায় ঝিনাইগাতী মহারশি নদীর একটি বালু মহাল ইজারা দেয়া হয়। ওই বালু মহালে ইজারাদারের লোকজন বালু উত্তোলন করে আসছিল। বৈষম্যবিরোধী আন্দোলনে গত ৫ আগষ্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন। ওই দিন বিকালে ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুকুনুজ্জামানের নেতৃত্বে কিছু সংখ্যক যুবদলের নেতা -কর্মি মহারশি নদীর হলদীগ্রাম বালু মহালে এসে বালু উত্তোলনে বাঁধা দেয়। তারা বালু শ্রমিক ও বালু মহালের ইজারাদারের লোকজনকে হুমকি দিয়ে বলে যে নদী থেকে বালু উত্তোলন করা হলে বালু উত্তোলন যন্ত্র আগুন দিয়ে পুড়িয়ে দেওয়াসহ প্রাণ নাশের হুমকি দেয়। এ ঘটনায় বালু শ্রমিক ও ইজারাদারের লোকজন বালু উত্তোলন বন্ধ করে দেন। ফলে বালু মহালের সাথে জরিত ৫ শতাধিক বালু শ্রমিক বেকার হয়ে পড়ে। এ নিয়ে দৈনিক ভোরের কাগজসহ বিভিন্ন পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। এতে ৫ দিন পর পুনরায় বালু উত্তোলন শুরু হয়। কিন্তু নানা অযুহাতে প্রতিদিনের বালু বিক্রির টাকা নিয়ে যেতো বিএনপি নেতা রুকুনুজ্জামান ও তার লোকজন।
গত ২৩ আগষ্ট এ বিষয়ে ভোরের কাগজে মহারশির বালু মহালের টাকা যাচ্ছে বিএনপি নেতার পকেটে শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। উক্ত সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেন বিএনপির নেতা-কর্মীরা। পরে জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেলের হস্তক্ষেপে বিষয়টি নিষ্পত্তি হয়। বালু মহলটি ফিরে পান ইজারাদার আসাদুজ্জামান স্বপন। তিনি অপরাধীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থার নেয়ারও আশ্বাস দেন। মাহমুদুল হক রুবেল বলেন, বিএনপির নাম ভাঙ্গিয়ে কেউ কোন অরাজকতার সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে বলা আছে। পুলিশ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে । জনগণের উদ্দেশ্যে তিনি বলেন কোন বিএনপির নেতা কর্মী কোথাও কোনো অরাজকতা সৃষ্টির চেষ্টা, চাঁদাবাজি সন্ত্রাসী কর্মকান্ড করলে তাদের বেঁধে রাখুন। তিনি আরও বলেন
প্রধানমন্ত্রী পদত্যাগের পর শেরপুরে আনাকাঙ্খিতভাবে কিছু অফিস আদালত, বিভিন্ন প্রতিষ্ঠানে ভাঙচুর অগ্নি সংযোগ করা হয়েছে। এ কারণে প্রশাসনের পক্ষ থেকে পূর্বের ন্যায় পূর্ণাঙ্গভাবে কাজ করা সম্ভব হচ্ছে না। তিনি সকলকে ধৈর্য ধরে অপরাধ দমনে প্রশাসনের পাশাপাশি সচেতন জনগণকেও এগিয়ে আসার আহ্বান জানান।

শেয়ার করুনঃ