ঢাকা, শুক্রবার, ১১ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
নওগাঁয় পরকীয়ার বলি সন্ধ্যা কে ফিরে পেতে পরিবারের সংবাদ সম্মেলন
বরগুনায় জলবায়ু ন্যায়বিচার দাবিতে তরুণদের ২২ সংগঠনের ধর্মঘট
কালীগঞ্জে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কারে যুবকরা
মেলান্দহে বৈশাখী মেলা শুরুর আগেই গাঁজা বিক্রির হিড়িক
সরাইলে দু’গ্রুপের সংঘর্ষে চির বিদায় নিলেন জসিম উদ্দিন
বিএনপি নেতার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন
রংধনু গ্রুপের হেড অফ মিডিয়া ও নৃত্যপরিচালক সাইফুল আটক
১৮ রোহিঙ্গাসহ ২১ ইয়াবা পাচারকারী আটক
মোহাম্মদপুরে দিনব্যাপী সাড়াশি অভিযান,গ্রেফতার ১৩
বদলে যাচ্ছে পুলিশের লোগো,বাদ পড়ছে নৌকা
মডেল মেঘনা আলমকে অপহরণের অভিযোগ সঠিক নয়,রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত করার অপরাধে গ্রেফতার: ডিএমপি
অবশেষে হচ্ছে পুলিশ সপ্তাহ ২০২৫, আয়োজনে কাটছাঁট
সারাদেশে সেনা অভিযানে ৭ দিনে গ্রেফতার ৬০৮
মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সাদ্দাম গ্রেফতার
আমতলীতে পরীক্ষার হলে না গিয়ে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন

৪ দিনেও মেরামত করা যায়নি পাইকগাছার দেলুটির ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ: ১৩টি গ্রাম প্লাবিত,পানিবন্দি ১৫ হাজার মানুষ

শেখ খায়রুল ইসলাম পাইকগাছা খুলনা প্রতিনিধি:-পাইকগাছার দেলুটির ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ গত ৪দিনে ও মেরামত করা যায়নি। ১ম দফা মেরামত হলেও তা জোয়ারের পানির চাপে ভেঙে গেছে। ফলে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে দুর্গত এলাকায়। সুপেয় পানির চরম সংকট সহ চরম দুর্ভোগে পড়েছেন পানি বন্দি ১৩ টি গ্রামের কমপক্ষে ১৫ হাজার মানুষ। প্রয়োজনীয় আশ্রয় কেন্দ্র না থাকায় ওয়াপদার বেড়িবাঁধে আশ্রয় নিয়ে দিন যাপন করছে ক্ষতিগ্রস্ত মানুষ।উল্লেখ্য গত ২২ আগস্ট বৃহস্পতিবার উপজেলার দেলুটি ইউনিয়নের কালিনগর এলাকার পানি উন্নয়ন বোর্ডের ওয়াপদার বেড়িবাঁধ ভেঙ্গে গিয়ে ২২ নং পোল্ডারের ১৩ গ্রাম প্লাবিত হয়। উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধান দেলুটি ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল ও সোলাদানা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এসএম এনামুল হকের নেতৃত্বে হাজার হাজার মানুষ বাঁধ মেরামতের চেষ্টা করছে। প্রথম যেটুকু মেরামত করা হয় তা জোয়ারের পানিতে ভেসে যায়।সর্বশেষ দুই হাজার মানুষ দিনভর কাজ করে তিন ভাগের দুই ভাগ মেরামত করতে সক্ষম হয়।কিন্তু সেটি ও প্রায় ভেঙে যায়। বাঁধ মেরামত কাজ সম্পন্ন করতে না পারায় মানবিক বিপর্যয় দেখা দিয়েছে দুর্গত এলাকায়।প্রায় ১৫ হাজার মানুষ পানি বন্দি হয়ে রয়েছে। শত শত কাঁচা ঘরবাড়ি ধ্বসে যাওয়ায় আশ্রয়হীন হয়ে পড়েছে এখানকার মানুষ। দুর্গত এলাকায় প্রয়োজনীয় সাইক্লোন শেল্টার না থাকায় ওয়াপদার বেড়িবাঁধে আশ্রয় নিয়েছে বেশির ভাগ মানুষ।দারুণ মল্লিক গ্রামের স্বর্ণা সরকার বলেন এখানে তেমন কোন আশ্রয় কেন্দ্র নাই, যার কারণে নিরাপদ কোন আশ্রয়ে যাওয়ার ব্যবস্থা নাই। সুপেয় পানির চরম সংকট সহ রান্না খাওয়া দাওয়ার কোন ব্যবস্থা নেই বলে জানান গৃহবধূ রুপালী রায়। ঘরবাড়ি ধ্বসে যাওয়ায় আশ্রয়হীন হয়ে পড়েছেন বলে জানান কবিতা সরকার। ভেঙ্গে পড়েছে স্বাস্থ্য ও স্যানিটেশন ব্যবস্থা। গত ৪দিন মানবেতর জীবন যাপন করছেন বলে জানান ৭৫ বছরের বৃদ্ধ কল্পনা মন্ডল। পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুত বাঁধ মেরামত সহ পর্যাপ্ত সরকারি সহায়তার দাবি জানিয়েছেন দুর্গত এলাকার মানুষ।দ্রুত বাঁধ মেরামত কাজ সম্পন্ন হতে পারে বলে জানিয়েছেন ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল। সরকারি সহায়তা প্রদান এবং বাঁধ মেরামত কাজ দ্রুত গতিতে এগিয়ে নিতে উপজেলা প্রশাসন কাজ করছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।

শেয়ার করুনঃ