
জামালপুরের মেলান্দহে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ২ জন গুরতর আহত হয়েছে।বৃহস্পতিবার (২২ আগস্ট) উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কাজাইকাটা এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন-মৃত খোকা সোনারের ছেলে তোতা সোনার (৫০) ও তোতা সোনারের স্ত্রী আছমা (৪৪)। আহতের ঘটনায় তোতা সোনার বাদী হয়ে মেলান্দহ থানায় লিখিত অভিযোগ দিয়েছে।
অভিযুক্তরা হলেন- ওই এলাকার মন্টু সোনারের ছেলে মোঃ সোলায়মান ( ৩৫ ),খোকা সোনারের ছেলে মোঃ মন্টু সোনার ( ৬০ ),মন্টু সোনারের ছেলে মোঃ ইব্রাহিম ( ২৩ ), সোলাইমানের স্ত্রী মোছাঃ মিশি বেগম ( ২২ )।
আহত তোতা সোনার জানান,বিবাদীগণদের সাথে পারিবারিক জমি সংক্রান্ত বিরোধ ছিলো। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে দাঁ , লাটি লোহার রড সহ অস্ত্রে , সস্ত্রে সজ্জিত হইয়া বেআইনীভাবে বসত বাড়ী প্রবেশ করে হামলা চালায় ।আমি প্রদিবাদ করলে বিবাদীরা লোহার রড দিয়া আমার পিঠে , উরুতে বাইরাইয়া মারাত্বক বেদনা দায়ক জখম করে । আমি মাটিতে পরে গেলে হত্যার উদ্দেশ্যে কণ্ঠনালী চাপিয়া ধরে।আমার স্ত্রী – মোছাঃ আছমা আমাকে উদ্ধার করিতে এলে তাকেও চুলের মুঠি ধরিয়া এলোপাথারী ভাবে কিল , ঘুষি মারিয়া শরীরের বিভিন্ন স্থানে জখম করে । গলার স্বর্নের চেইন নিয়া যায় । পরে স্থানীয় লোকজন উদ্ধার করে মেলান্দহ হাসপাতালে ভর্তি করেন । এ বিষয়ে অভিযোক্তদের বক্তব্য নিতে বাড়িতে গেলে পাওয়া যায়নি ।মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহাম্মদ বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।