
নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।২৩ আগষ্ট রোজ শুক্রবার বিকেল ৪টার সময় উপজেলার বুড়িরচর ইউনিয়নের আল আমিন আইডিয়াল একাডেমীর মসজিদে মোঃ ওমর ফারুকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াত ইসলামীর আমির ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা মাওলানা বোরহান উদ্দিন, উপস্থিত ছিলেন,উপজেলা জামায়াতের সেক্রেটারী ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের অন্যতম উপদেষ্টা মাওলানা মোঃ নূর উদ্দিন মেশকাত, উপজেলা জামাত ইসলামের পৌরসভা সেক্রেটারি মাওলানা মোস্তাফিজুর রহমান তাফসীর। উপজেলা জামায়াতের ইউনিয়ন সেক্রেটারি মোঃ সাহেদেল আলম ফুয়াদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইউনিয়ন সেক্রেটারি মোঃ আব্বাস উদ্দিন, ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক মোঃ ফাহিম মুনতাসির, ইলিয়াছ মাহমুদ শামীমসহ প্রমূখ।এসময় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা মাওলানা বোরহান উদ্দিন বলেন, শ্রমিকদের সংগঠন হতে হবে ন্যায় ও সত্যে প্রতিষ্ঠার জন্য।তিনি বলেন, ন্যায়নীতি ভরা নতুন গঠনে শ্রমিকদের অগ্ৰণি ভূমিকা থাকাটা জরুরি।