ঢাকা, শুক্রবার, ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাঙ্গাবালীতে দাখিল পরীক্ষায় অনিয়ম, ১৪ শিক্ষার্থী সাসপেন্ড, ৫ শিক্ষককে জরিমানা
বোয়ালখালীতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী কর্তৃক ঐতিহ্যবাহী চড়ক পূজা পরিদর্শন
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পৌর বিএনপির যৌথ সভা
উলিপুরে ব্রীজের পানি প্রবাহের পথ বন্ধ করে দিয়ে মাটি ভরাটের অভিযোগ
পলাশবা‌ড়ি‌তে আন্ডার পাসের দাবী‌তে সমা‌বেশ অনু‌ষ্ঠিত
পিরোজপুরে চোরাই ইজিবাইকসহ আন্তঃজেলা চোর চক্রের সদস্য গ্রেফতার
কালীগঞ্জে স্কুলছাত্রীকে হত্যা,আটক ১
চাপাতি ঠেকিয়ে তরুণীর সোনার চেইন ও ব্যাগ ছিনতাই, ভিডিও ভাইরাল
ট্রেনে পুলিশ সদস্যের অশালীন অঙ্গভঙ্গির ভিডিও ভাইরাল, যা বলল পুলিশ
ব্যারিস্টার সারোয়ারের বক্তব্যে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নিন্দা ও প্রতিবাদ
মুজিবনগর দিবসে আনসার বাহিনীর অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ
১৮ হাজার টাকার মধ্যে পানিরোধী স্মার্টফোন সি৭৫এক্স আনল রিয়েলমি
পাঁচবিবি প্রেসক্লাবের সম্পাদক সাংবাদিক আবু হাসান আর নেই
কলাপাড়ায় পরীক্ষা কেন্দ্রে নকলে সহায়তার দায়ে দুই শিক্ষককে অব্যাহতি
কাঁঠালিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

নাইক্ষ্যংছড়ির ৪০ গ্রাম পানি বন্দী, তলিয়ে গেছে ক্ষেতখামার,ভেসে গেছে শিশুসহ ৪

নাইক্ষ্যংছড়ির ৫ ইউনিয়নে প্রায় লক্ষাধিক মানুষ পানি বন্দী তলিয়ে গেছে ব্রিজ ও ক্ষেতখামার। বাড়ি-ঘরে হাঁটু থেকে কোমরসমান পানি। গ্রামীণ সব সড়ক, ফসলি জমি তলিয়ে আছে পানিতে। ভেসে গেছে অগ্রীম রবিশষ্যের ক্ষেত আর পুকুর ও খামারের মাছ। ৪ জন ভেসে এ পানিতে। টানা ৪ দিনের ভারী বষর্ণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট এ বন্যায় এমনই অবস্থা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়ন এবং ককসবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া,গর্জনিয়া,ঈদগড় ও কাউয়ারখোপসহ সব কটি ইউনিয়ন ।
এখানে প্লাবিত হয়েছে এই ২ উপজেলার ৪০টি গ্রাম। পানিবন্দী হয়েছে লক্ষাধিক মানুষ।

সূত্র আরো জানান,
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ৫ ইউনিয়নের মধ্যে সব কটিতে জলাবদ্ধতা প্রকট আকার ধারণ করেছে। তন্মধ্যে বাইশারী ১ টি ইউনিয়নের অবস্থা খুবই নাজুক। ৪ দিন ধরে টানা বর্ষণে এ ইউনিয়নের বেশির ভাগ ঘরবাড়ি জলমগ্ন হয়ে আছে।

বাইশারীর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলম কোম্পানী বলেন,তার ইউনিয়নের সব রাস্তা-ঘাট লন্ড-ভন্ড হয়ে গেছে। অন্তত ১ হাজারাধিক ঘরবাড়ি জলমগ্ন হয়ে পড়েছে। ৩ শতাধিক মানুষ পানিতে হাবু-ঢুবু খাচ্ছে। উপজেলার সাথে সড়ক যোগাযোগ বৃহস্পতিবার বিচ্ছিন্ন হয়ে গেছে। পাহাড় ধসের ঘটনা ও ঘটছে অসংখ্য। নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাকারিয়া বলেন,কয়েক দিনের টানা বর্ষণে বন্যার আশংকায় উপজেলার অন্তত : ৩০ টির অধিক অস্থায়ী আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। বাইশারীতে বেশ কটি গ্রামের নিম্নাঞ্চল পানির নিচে। এছাড়া অন্যান্য ইউনিয়নে ও ক্ষতির আশংকা করছেন তিনি। পাহাড় ধসে বেশ কিছু ঘরবাড়ি ভেঙ্গে গেছে।

এদিকে ককসবাজারের রামু উপজেলার পাহাড়ি ৪ ইউনিয়নসহ সব কটি ইউনিয়ন বন্যার পানিতে নিম্নাঞ্চাল তলিয়ে গেছে। এ সবের অন্তত তলিয়ে পাহাড়ি ৪ ইউনিয়নসহ পুরো উপজেলা। বিশেষ করে কচ্ছপিয়া,গর্জনিয়া,ইদগড় ও কাউয়ারখোপ ইউনিয়নের বিভিন্ন গ্রাম তলিয়ে গেছে বৃহস্পতিবার সকাল থেকে । এই ৪ ইউনিয়নের অন্তত: ২০ টি গ্রামের ৪ হাজারাধিক ঘর-বাড়ি পানির নিচে। কচ্ছপিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ছালেহ আহমদ জানান, ইউনিয়নের
চাকমাকাটা,ফাক্রিকাটা,তিতারপাড়া,নতুন তিতার পাড়া, চাকমার কাটা গর্জনিয়া পুলিশ ফাঁড়ি, তফসিল অফিসসহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান,আল-হেরা জামে মসজিদ,হাফেজ খানা।
গর্জনিয়ায় বোমাংখীল ও ক্যায়জরবিল সহ এই ৪ ইউনিয়নের ২০ গ্রামের সব কটি ঘরবাড়ি এ সংবাদ লেখা-কাল ( বিকাল ৫ নাগাদ) পানির নিচে। তবে সন্ধ্যা ৭ টার পর থেকে পানি নামতে শুরু করেছে বলে স্থানীয় চেয়ারম্যানরা জানান এ প্রতিবেদককে।

কৃষক কবির আহমদ,শামশুল আলম ও মোহাম্মদ শফিক জানান,তারা পেশায় কৃষক। তাদের আগাম রবিশস্যের ক্ষেত এখন পানির নিচে। তাদের মতো উপজেলায় অন্তত ১ শতাধিক একর ক্ষেতের কয়েকহাজার কৃষকের একই দশা।
তারা আশংকা করছেন ১৪ ঘন্টার অধিক পানির নিচে থাকায় তাদের এ ক্ষতের ফসল পঁচে যাবে।

রামু উপজেলা যুবদল সাধারণ সম্পাদক
তৌহিদুল ইসলাম বলেন,রামু উপজেলার প্রায় সব কটি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তার জানা মতে উপজেলার,ফতেখারকূল,খুনিয়াপালং, ঈদগড় ও গর্জনিয়া ইউনিয়নে পানিতে ৪ জন ভেসে গেছে। তাদের মধ্যে ১ জন শিশু একজন উপজাতী। আরেক জন সিএনজি ড্রাইভার।
ফলে এখানকার মানুষ অতিকষ্টে দিন যাপন করছে। অনেকের পানীয় জল ও খাদ্যসংকট দেখা দিয়েছে।
তিনি উপজেলা প্রশাসন সহ সকলকে বন্যার্তদের পাশে দাড়ানোর আহবান জানান।

রামু থানার অফিসার ইনচার্জ আবু তাহের দেওয়ান বলেন,তার কাছে ২ জনের মৃত্যু খবর রয়েছে। বাদীদের বিষয়েও তিনি খেঁজ নিচ্ছেন। বন্যার বিষয়টি তিনি নিশ্চিত করেছেন।

শেয়ার করুনঃ