ঢাকা, সোমবার, ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
আমতলীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা
মিরসরাইয়ে স্বপ্নের খৈয়াছড়া’র কার্যকরী পরিষদ গঠন, সভাপতি জাহেদ সম্পাদক নুর আহমেদ
কুষ্টিয়ায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে ছবির শেখকে গণপিটুনি
দেহ ব্যবসায়ীদের আস্তানা গুড়িয়ে ও পুড়িয়ে দিলেন এলাকাবাসী
আত্রাইয়ের আকাশ থেকে পড়ল বিরল আকৃতি’র শীলা
ফেনী নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অর্ধদিনব্যাপী সাড়াশি অভিযান
নওগাঁ-ঢাকা বাস কাউন্টারে প্রশাসনের ভ্রাম্যমাণ টিমের অভিযান
নবীনগরের সাংবাদিক গোলাম মোস্তফার ইন্তেকাল
ব্রাহ্মণবাড়িয়ায় ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ১১ সদস্যের কমিটি গঠন
বোয়ালমারীতে গৃহবধূর আত্মহত্যা,নিহতের পরিবারের দাবি খুন
বিস্ফোরক আইনের মামলায় মাদ্রাসার অধ্যক্ষ গ্রেফতার
রাজবাড়ীর সাবেক এমপি কেরামত কাজী গ্রেফতার
পল্লবী থানার বিশেষ অভিযানে ৩০ মামলার আসামিসহ ১২জন গ্রেফতার
গাজায় গণহত্যার প্রতিবাদে পিআরপি’র সকাল-সন্ধ্যা হরতালের ডাক
ঘোড়াঘাটে আদিবাসী উন্নয়ন সংস্থার র্নিবাচনে সভাপতি লুইস :সম্পাদক মাইকেল

বশেমুরবিপ্রবি’র আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ফলাফল প্রকাশে বিলম্ব, হতাশায় শিক্ষার্থীরা

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে পরীক্ষার ফলাফল প্রকাশে বিলম্ব দেখা গিয়েছে। ফলে, বেশ সমস্যায় পড়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থীরা।
জানা যায়, বিভাগটির ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক ফাইনাল পরীক্ষা আট মাস আগে নেওয়া হয়েছে। কিন্তু, এখন পর্যন্ত চতুর্থ বর্ষের প্রথম সেমিস্টারের ফলাফল প্রকাশ হয়নি যার কারণে চতুর্থ বর্ষের ফাইনাল ফলাফল প্রকাশ হয়নি। ফলাফল প্রকাশের এই দীর্ঘসূত্রিতা বিভাগের শিক্ষার্থীদেরকে চরম হতাশার মধ্যে রেখেছে। ফলাফল প্রকাশ না হওয়ায় চাকরি প্রত্যাশী শিক্ষার্থীরা কোথাও আবেদন করতে পারছে না এবং ফলাফল প্রকাশ না হওয়ায় বিভাগটি স্নাতকোত্তরও (মাস্টার্স) শুরু করতে পারেনি। ফলে, শিক্ষার্থীরা আট মাস ধরে ফলাফল প্রকাশে বিলম্ব ও মাস্টার্স শুরু না হওয়ায় চরম হতাশাগ্রস্ত।

এ বিষয়ে জানতে মুঠোফোনে আন্তর্জাতিক সম্পর্কে বিভাগের সভাপতি মাহাবুবা উদ্দিন বলেন, আপনারা সাংবাদিকরা সরাসরি আসুন এবং দেখা করে ডকুমেন্টস দেখুন কেন ফলাফল প্রকাশে বিলম্ব হচ্ছে। তিনি বলেন, আমাদের পরীক্ষার খাতা বাহিরে যাওয়ার জন্য ফলাফল পেতে একটু সময় লাগে ও একটা ফলাফল প্রকাশে একজন শিক্ষকের উপর নির্ভর করে না এবং একজন শিক্ষক যদি একটা কোর্সের এ্যাসাইমেন্ট মার্কস না দেয় তাহলে আমাদের মাসের পর মাস অপেক্ষা করতে হয়। তাছাড়া, বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক কেউ কারো না যে অধীনস্থ তাকে জোর করে কাজ করিয়ে নেওয়া যাবে।

ফলাফল প্রকাশে বিলম্ব হওয়ায় উক্ত বিভাগের একাধিক শিক্ষার্থী বলেন, বিভাগের সভাপতিকে আমরা আবেদপত্র দিয়েছিলাম ফলাফল দ্রুত প্রকাশ করার জন্য, তিনি আমাদের জুন মাসে সব রেজাল্ট দিয়ে মাস্টার্স শুরু করতে চেয়েছিলেন। কিন্তু আজ আট মাস পেরিয়ে গেলেও ফলাফল প্রকাশের কোনো অগ্রগতি হয়নি। এতে করে আমরা অনেক হতাশার মধ্যে দিয়ে যাচ্ছি এবং আমাদের অনেক সহপাঠীর মধ্যে হতাশা থেকে আত্মহত্যার প্রবণতা বাড়ছে। আমরা আটমাস ধরে বসে আছি আমাদের পরিবার আমাদের দিকে তাকিয়ে আছে ভালো কিছু করবো বলে। শিক্ষার্থীরা আরও জানান, শিক্ষকদের গাফিলতি ও স্বেচ্ছাচারিতার জন্য আমাদের ফলাফল প্রকাশে বিলম্ব হচ্ছে,আমদের ফলাফল দ্রুত না দিলে আমরা কঠোর অবস্থানে যেতে বাধ্য হবো এবং আমাদের কোনো সহপাঠীর কিছু হলে এর দায় বিভাগের শিক্ষক ও প্রশাসনকে নিতে হবে।

শেয়ার করুনঃ