ঢাকা, শুক্রবার, ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বোয়ালখালীতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী কর্তৃক ঐতিহ্যবাহী চড়ক পূজা পরিদর্শন
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পৌর বিএনপির যৌথ সভা
উলিপুরে ব্রীজের পানি প্রবাহের পথ বন্ধ করে দিয়ে মাটি ভরাটের অভিযোগ
পলাশবা‌ড়ি‌তে আন্ডার পাসের দাবী‌তে সমা‌বেশ অনু‌ষ্ঠিত
পিরোজপুরে চোরাই ইজিবাইকসহ আন্তঃজেলা চোর চক্রের সদস্য গ্রেফতার
কালীগঞ্জে স্কুলছাত্রীকে হত্যা,আটক ১
চাপাতি ঠেকিয়ে তরুণীর সোনার চেইন ও ব্যাগ ছিনতাই, ভিডিও ভাইরাল
ট্রেনে পুলিশ সদস্যের অশালীন অঙ্গভঙ্গির ভিডিও ভাইরাল, যা বলল পুলিশ
ব্যারিস্টার সারোয়ারের বক্তব্যে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নিন্দা ও প্রতিবাদ
মুজিবনগর দিবসে আনসার বাহিনীর অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ
১৮ হাজার টাকার মধ্যে পানিরোধী স্মার্টফোন সি৭৫এক্স আনল রিয়েলমি
পাঁচবিবি প্রেসক্লাবের সম্পাদক সাংবাদিক আবু হাসান আর নেই
কলাপাড়ায় পরীক্ষা কেন্দ্রে নকলে সহায়তার দায়ে দুই শিক্ষককে অব্যাহতি
কাঁঠালিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু
শাহআলীতে পূর্বশক্রতার জের ধরে সংঘর্ষের ঘটনায় গ্রেফতার ৭

ঘুমধুম ইউপি চেয়ারম্যান অনুপস্থিত থাকায়-দায়িত্ব পেলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা কর্মকর্তা

নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়ন পরিষদের জন্ম ও মৃত্যু নিবন্ধন জনসেবা অব্যাহত রাখতে নাইক্ষ্যংছড়ি উপজেলার পরিসংখ্যানকে দায়িত্ব দেয়া হয়েছে। নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন
স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের নিয়ের্দেশনা মোতাবেক এক অফিস আদেশ পত্র জারি করা হয়।
এখন অনুপস্থিত ঘুমধুম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজের পরিবর্তে
পরিসংখ্যান কর্মকর্তা রিমন রুদ্রকে দায়িত্ব দেয়া হয়।
১৮ আগষ্ট রোববার দুপুরে এ
অফিস আদেশ পত্র জারি করা হয়।

এদিকে, ২৮ অক্টোবর ০৩৬.২৪-৬০৩ নং- স্মারকের কথা উল্লেখ করে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহি কর্মকর্তা আরো উল্লেখ করেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের গত ১৪ আগষ্ট বুধবার ০০৯.২০২৪-৮৪০নং-স্মরকের নির্দেশনা মোতাবেক বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ৩নং ঘুমধুম ইউনিয়ন পরিষদের জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ব্যাহত হচ্ছে। তাই জনগণের সেবা প্রদান স্বাভাবিক রাখার লক্ষ্যে নাইক্ষ্যংছড়ি উপজেলার পরিসংখ্যান কর্মকর্তা রিমন রুদ্রকে পুনরায়দেশ না পর্যন্ত নিবন্ধন হিসাবে নিয়োগ প্রদান করা হলো।
সূত্রে মতে,ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজের অফিস কক্ষে গত দেড় মাস ধরে তালা ঝুলাতে দেখতে পান এলাকাবাসী । এতে বিভিন্ন সেবা থেকে বঞ্চিত হচ্ছিলে ইউনিয়নবাসী।

স্থানীয় সমাজ সেবক রহিম উদ্দিন, জলিলুর রহমান ও সমাজ নেতা হামিদুর রহমান বলেন চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজের বিরুদ্ধে মামলা হওয়ায় তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে আছেন। তারা আরও জানান, এ চেয়ারম্যান বিরুদ্ধে ঘুমধুমের আলোচিত রতন হত্যার ঘটনায় নাইক্ষ্যংছড়ি থানায় জি,আর- ৪৮/২৪ মামলা দায়ের করেন এক সংখ্যা লঘু বড়ুয়া পরিবার। এছাড়া তার বিরুদ্ধে রোহিঙ্গা ভোটার করার অভিযোগও রয়েছে। যা নিয় আরও একটি মামলা দায়ের করা হয় তার বিরুদ্ধে। যার মামলা নং-সি,আর ৩৪/২০২১ইং।

অন্য এক বিশ্বস্ত সূত্রে জানাযায়, ঘুমধুম ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের কার্যালয় তালান ঝুলানো দেখে অনেক সেবা প্রত্যাশীরা বিভিন্ন আবেদন নিয়ে ফেরত আসতে হচ্ছে দিনে পর দিন।
চেয়ারম্যান কর্মস্থলে অননুমোদিতভাবে অনুপস্থিত রয়েছেন।

ঘুমধুম ইউনিয়ন পরিষদের কয়েকজন মেম্বার জানান, তিনি একটি হত্যা মামলায় পলাতক। তারা আশা করছেন, মিথ্যা মামলাটি আইনি মোকাবিলা করে চেয়ারম্যান শীঘ্রই পরিষদে যোগদান করবেন।

এ বিষয়ে ঘুমধুম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজের সাথে মুঠো ফোনে একাধিবার যোগাযোগ করা হলেও ফোন বন্ধ থাকায় তারা বক্তব্য দেয়া সম্ভব হয় নি।

শেয়ার করুনঃ