ঢাকা, শুক্রবার, ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাঙ্গাবালীতে দাখিল পরীক্ষায় অনিয়ম, ১৪ শিক্ষার্থী সাসপেন্ড, ৫ শিক্ষককে জরিমানা
বোয়ালখালীতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী কর্তৃক ঐতিহ্যবাহী চড়ক পূজা পরিদর্শন
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পৌর বিএনপির যৌথ সভা
উলিপুরে ব্রীজের পানি প্রবাহের পথ বন্ধ করে দিয়ে মাটি ভরাটের অভিযোগ
পলাশবা‌ড়ি‌তে আন্ডার পাসের দাবী‌তে সমা‌বেশ অনু‌ষ্ঠিত
পিরোজপুরে চোরাই ইজিবাইকসহ আন্তঃজেলা চোর চক্রের সদস্য গ্রেফতার
কালীগঞ্জে স্কুলছাত্রীকে হত্যা,আটক ১
চাপাতি ঠেকিয়ে তরুণীর সোনার চেইন ও ব্যাগ ছিনতাই, ভিডিও ভাইরাল
ট্রেনে পুলিশ সদস্যের অশালীন অঙ্গভঙ্গির ভিডিও ভাইরাল, যা বলল পুলিশ
ব্যারিস্টার সারোয়ারের বক্তব্যে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নিন্দা ও প্রতিবাদ
মুজিবনগর দিবসে আনসার বাহিনীর অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ
১৮ হাজার টাকার মধ্যে পানিরোধী স্মার্টফোন সি৭৫এক্স আনল রিয়েলমি
পাঁচবিবি প্রেসক্লাবের সম্পাদক সাংবাদিক আবু হাসান আর নেই
কলাপাড়ায় পরীক্ষা কেন্দ্রে নকলে সহায়তার দায়ে দুই শিক্ষককে অব্যাহতি
কাঁঠালিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

চিকিৎসাধীন রয়েছে বকশীগঞ্জের সেই অধ্যক্ষ, গুজবে কান না দেওয়ার অনুরোধ

জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার নারী বিদ্যাপীঠ খাতেমুন মঈন মহিলা ডিগ্রি কলেজের সেই অধ্যক্ষ মো. বজলুল করিম তালুকদার অসুস্থতাজনিত কারণে চিকিৎসাধীন রয়েছেন।
তিনি শেরপুর জেনারেল হাসপাতালে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন নিচ্ছেন বলে জানিয়েছেন অধ্যক্ষ বজলুল করিম।
গত কয়েকদিন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে খাতেমুন মঈন মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. বজলুল করিম তালুকদার আত্মগোপনে রয়েছেন এমন প্রচারণা চালানো হয়।
একারণে কলেজের প্রশাসনিক কার্যক্রম সহ কলেজের বিভিন্ন কর্মকান্ডে স্থবিরতা দেখা দেয়। পাশাপাশি কলেজের ছাত্রী হোস্টেলটি অরক্ষিত ও পাহাড়াদার নেই বলে প্রচার চালানো হয়। এছাড়াও কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়নম ও দুর্নীতির কথা প্রচারণা চালানো হয়।খোঁজ নিয়ে জানা যায়, গত ৬ আগস্ট বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় অধ্যক্ষ মো. বজলুল করিম তালুকদারকে। অসুস্থতা বেড়ে গেলে ৮ আগস্ট শেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় তাকে।
তখন থেকেই অসুস্থতা নিয়ে শেরপুরেই চিকিৎসাধীন রয়েছেন এই অধ্যক্ষ। কিন্তু অধ্যক্ষ আত্মগোপনে রয়েছেন এমন প্রচার হওয়ার পর থেকে শিক্ষক-কর্মচারীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
কলেজের একাধিক শিক্ষক-কর্মচারী জানান, অধ্যক্ষ বজলুল করিম তালুকদার বেশ কিছুদিন ধরে অসুস্থ রয়েছেন। শারীরিকভাবে অসুস্থ থাকায় ৮ আগস্ট থেকে তিনি শেরপুরে চিকিৎসাধীন রয়েছেন। তার আত্মগোপনে যাওয়ার খবরটি সম্পূর্ণ গুজব। তিনি হাসপাতালে থেকেও শিক্ষক-কর্মচারীদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে যাচ্ছেন। কলেজের সকল কার্যক্রম সুষ্ঠুভাবে চলছে। একটি মহল সুনাম ক্ষুন্ন করতে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন।খাতেমুন মঈন মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. বজলুল করিম তালুকদার এব্যাপারে জানান, আমি বর্তমানে শেরপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছি। সুস্থ হলেই কলেজের সকল কাজে অংশগ্রহণ করবেন। তাই তিনি গুজবে কান না দিতে সবাইকে অনুরোধ করেন।

শেয়ার করুনঃ