
ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যাকারী খুনি হাসিনা সহ তার দোসরদের বিচারের দাবিতে উলিপুরে অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকাল ৪টায় রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেকের নির্দেশনায় , কুড়িগ্রামের উলিপুর মসজিদুল হুদা মোড়ে, উপজেলা বিএনপি উদ্যোগে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সকল অঙ্গ ও সহযোগী সংগঠন। অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ফুলু, উলিপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমান কুড়িগ্রাম জেলা কৃষকদলের যুগ্ন আহবায়ক আবু জাফর সোহেল রানা, রংপুর পলিটেকনিকেল ইনস্টিটিউট এর সাবেক জিএস, ফিরোজ কবির কাজল, উপজেলা বিএনপি’র তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মতলেবুর রহমান মঞ্জু, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক নাজমুল ও মঈন, উপজেলা ছাত্র দলের সদস্য সচিব খাইরুল কবিরসহ আরো অনেকে জাতীয়তাবাদী উপস্থিত ছিলেন।