ঢাকা, বুধবার, ৯ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
৪৭ লক্ষাধিক টাকার বিপুল ইয়াবাসহ গ্রেফতার নারী মাদক কারবারি
১৩৫ কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ: শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি
বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলম গ্রেফতার
পারিবারিক ঝগড়ার দু’বছর পর খুন,২৪ ঘণ্টায় গ্রেফতার আসামি মাসুদ
কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা পবিপ্রবির সিট প্ল্যান প্রকাশ
দোছড়ি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের দোয়া-বিদায় অনুষ্ঠান সম্পন্ন
সুন্দরবনের ১১০ কেজি হরিণের মাংসসহ ১ শিকারী আটক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফুলবাড়ী উপজেলার আহ্বায়ক হাই-সদস্য সচিব শাওন
চট্রগ্রামের বহিঃনোঙ্গরে ৩হাজার ইয়াবা ও অস্ত্রসহ আটক ২
সুন্দরবনে ১১০ কেজি হরিণের মাংসসহ ১জন গ্রেফতার
গোলপ জারবেরার রাজ্যে নতুন সংযোজন ‘নন্দিনী’
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে ৫ হাজার স্বেচ্ছাসেবী যুক্ত করা হবে:ডিএনসিসি প্রশাসক
অপহরণের নাটক সাজিয়ে অভিনব কায়দায় প্রতারণা: মা ও মেয়ে গ্রেফতার
আমতলীতে বিএনপির কর্মীসভাকে কেন্দ্র করে সাবেক সভাপতির বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ
সকল বিরোধীদল জুলুমবাজ শেখ হাসিনার সরকারকে উৎখাত করেছে :কাজী রওনাকুল ইসলাম টিপু

বেক্সিমকোর ওষুধবাহী গাড়ি থেকে ইয়াবা উদ্ধার

ডেস্ক রিপোর্ট: ওষুধ কোম্পানি বেক্সিমকো ফার্মার গাড়িতে তল্লাশি চালিয়ে তিন হাজার পিস ইয়াবা পাওয়া গেছে। এ সময় একজনকে আটক করেছেন শিক্ষার্থীরা। বেক্সিমকো নামের প্রতিষ্ঠানটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সদ্য গ্রেফতার সালমান এফ রহমানের মালিকানাধীন।

বুধবার (১৪ আগস্ট) দুপুর ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ার ভাবেরচর বাসস্ট্যান্ড এলাকায় সড়কের ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে কাজ করা শিক্ষার্থীরা গাড়িটি আটক করেন। পরে তল্লাশি চালিয়ে পিকআপ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। পরে উদ্ধার করা ইয়াবাসহ চালককে আটক করে পুলিশে দেওয়া হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের ঢাকামুখী লেনে জরুরি ওষুধ পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানকে দূর থেকে প্রথমে থামানোর জন্য সিগন্যাল দেন শিক্ষার্থীরা।

পরে সিগন্যাল অমান্য করে চালক গতি বাড়িয়ে দিলে প্রায় ১০০ গজ দূরে থাকা অন্য শিক্ষার্থীরা বেশ কিছুক্ষণ চেষ্টা চালিয়ে গাড়িটি থামাতে সক্ষম হন। এরপর গাড়িটির পেছনের ঢালা খুলে ভেতরে তল্লাশি চালিয়ে একটি ব্যাগের ভেতরে স্কচটেপে পেঁচানো অবস্থায় পাওয়া যায় বিপুল পরিমাণ ইয়াবা।

পরে পুলিশের উপস্থিতিতে শিক্ষার্থীরা উদ্ধার করা ইয়াবা গণনা করেন। আটক গাড়িসহ চালক সোহাগ (৩৫) ও উদ্ধার করা মালামাল গজারিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

আটক চালক সোহাগ নওগাঁ জেলার সদর উপজেলার তেলাওয়াত পুর ইউনিয়নের হক মিয়ার ছেলে বলে জানিয়েছে পুলিশ। তবে এ ঘটনায় পলাতক রয়েছে অজ্ঞাত একজন।

বিষয়টি নিশ্চিত করে গজারিয়া থানার ওসি রাজিব খান জানান, শিক্ষার্থীরা প্রতিদিনের মতো মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যানবাহনে তল্লাশি চালানোর সময় বেক্সিমকো ফার্মার একটি পিকআপ ভ্যান থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। পরে ইয়াবাসহ একজনকে আটক করে থানায় সোপর্দ করেছে। তবে শিক্ষার্থীদের তল্লাশি চলাকালে পালিয়ে গেছে অজ্ঞাত এক ব্যক্তি। ফলে বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখছে পুলিশ।

তিনি আরও জানান, এ ছাড়া জব্দ করা ইয়াবা ও পিকআপটি পুলিশের হেফাজতে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে চালককে আগামীকাল সকালে আদালতে পাঠানো হবে।

শেয়ার করুনঃ