
সিরাজগঞ্জের তাড়াশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পৌর আমিরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সোমবার দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ পৌর জামায়াতে ইসলামীর আমির মাওঃ কাউসার হাবিবের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন। এসময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, আমরা আগামীতে ঐক্যবদ্ধভাবে এদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত করতে চাই। এখন সময় এসেছে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার। এজন্য আমরা উর্ধতন দায়িত্বশীলদের কাছে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করছি। সেই সাথে আল্লাহ্ তায়ালার কাছে আমরা বেশি বেশি দোয়া করি যাতে মহান আল্লাহ্ তায়ালা সবাইকে এক ও নেক করে দেন।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ মুজাহিদ কমিটি তাড়াশ উপজেলা শাখার সভাপতি মাওঃ আবুল কাশেম,অর্থ সম্পাদক হামিদুল ইসলাম,উপজেলা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সভাপতি এইচ এম মাহবুবুর রহমান,সাধারণ সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ রহমাতুল বারী প্রমূখ।