
নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবে বৈষম্য বিরুদ্ধী ছাত্র আন্দোলনের সকল শহীদদের স্মরণে মিলাদ ও দোয়া মাহাফিল অনুষ্ঠিত হয়েছে। প্রেস ক্লাবের আহ্বায়ক আব্দুল হামিদ এর সভাপতিত্বে ও সদস্য সচিব জাহাঙ্গীর আলম কাজলের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক তোফায়েল আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও প্রেস ক্লাব আহ্বায়ক কমিটির সদস্য সানজিদা আক্তার রুনা, প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি ও আহ্বায়ক কমিটি সদস্য মাঈনুদ্দীন খালেদ, তরুণ রাজনৈতিক নেতা সাইফুদ্দীন বাহাদুর বান্দরবান জেলার দেশ টিভি প্রতিনিধি ও নাইক্ষ্যংছড়ি প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবুল বাশার নয়ন, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও আহ্বায়ক কমিটির সদস্য শামীম ইকবাল চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য মাহামুদুল হক বাহাদুর,সাবেক দপ্তর-প্রচার সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য মোঃ জয়নাল আবেদীন টুক্কু,সাবেক ক্রীড়া সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ,সাবেক তথ্য-গবষা সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য হাফিজুল ইসলাম চৌধুরী, ,সাবেক যুগ্ন-ক্রীড়া সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য মুহাম্মদ শাহীন,সাবেক কার্য-নির্বাহী কমিটির সদস্য ও আহ্বায়ক কমিটির সদস্য, মোঃ ইউনুছ, সাবেক কার্য-নির্বহী কমিটির সদস্য ও আহব্বায়ক কমিটির সদস্য মুহাম্মদ মুফিজুর রহমান, আহ্বায়ক কমিটির সদস্য মুহাম্মদ তৈয়ব উল্লাহ, আহ্বায়ক কমিটির সদস্য আবু শাহমা ও কর্মরত সাংবাদিক হেলাল উদ্দিন প্রমুখ।