
দৈনিক মানবজমিনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে ফরিদপুর মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ
সংবাদ সম্মেলন করেছেন।
আজ রবিবার দুপুর বেলা ১২টায় ফরিদপুর প্রেসক্লাবে উক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম পিকুলের সঞ্চালনায় উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পেশ করেন ফরিদপুর মহানগরে যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ। বক্তব্য রাখেন ফরিদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন । এ সময় ফরিদপুর প্রেস ক্লাবের সদস্যবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সাংবাদিক সম্মেলনে বেনজীর আহমেদ তাবরীজ তার বিরুদ্ধে প্রকাশিত সংবাদটি বানোয়াট মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন । তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।