ঢাকা, রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
গাজায় গণহত্যার প্রতিবাদে পিআরপি’র সকাল-সন্ধ্যা হরতালের ডাক
ঘোড়াঘাটে আদিবাসী উন্নয়ন সংস্থার র্নিবাচনে সভাপতি লুইস :সম্পাদক মাইকেল
সদিচ্ছা থাকলে মানুষের কল্যাণ সম্ভব: চট্টগ্রাম প্রেস ক্লাবে সমাজকল্যাণ সচিব
নড়াইলে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালন
ছোট বোনের সাথে বিয়ের প্রস্তাব, বড় বোনের সাথে প্রেম : অতঃপর রহস্যজনক নিখোঁজ
নলছিটিতে তুচ্ছ ঘটনায় দুই যুবককে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা
ঝালকাঠিতে অস্ত্র মামলায় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতির ১৪ বছরের কারাদণ্ড
একই রশিতে গাছ থেকে ঝুলন্ত মা-ছেলের লাশ উদ্ধার
সোনারবাংলা ইয়ুথ ক্লাবে’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
ঈদে আরও জনপ্রিয় হয়ে উঠেছে নওগাঁর শাহাগোলা রেলস্টেশনের ‘মটকা চা’
কুড়িগ্রামে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত
নান্দাইলে যাত্রীদের অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
ইন্দুরকানীতে ঈদের আনন্দে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
মোটর সাইকেল চাপায় আহত হয়ে সড়কে পড়ে থাকা মানসিক প্রতিবন্ধীর চিকিৎসা সেবায় এগিয়ে আসলেন সুনামগঞ্জের ডিসি
বিরামপুরে চেকপোস্ট বসিয়ে সেনাবাহিনীর তল্লাশি: জনমনে স্বস্তি

নান্দাইলে স্বাক্ষর জালিয়াতী ও ভূয়া ভাউচারে প্রাথমিক বিদ্যালয়ের অর্থ আত্মসাত

ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৪৪নং সুরাশ্রম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সদস্যের স্বাক্ষর জালিয়াতীর মাধ্যমে ভূয়া ভাউচার তৈরী করে সরকারি অর্থ আত্মসাত করার গুরুতর
অভিযোগ পাওয়া গেছে। এছাড়া ছাত্র-ছাত্রীদের উপ-বৃত্তির টাকার মোবাইল একাউন্ট নাম্বারে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিজ মোবাইল নাম্বার ব্যবহার করে উপবৃত্তির টাকা আত্মসাত করে যাচ্ছেন। এমনি অভিযোগ উঠেছে সুরাশ্রম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলামের বিরুদ্ধে। অত্র বিদ্যালয়ের শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের উন্নয়নের স্বার্থে সরজমিন তদন্তপূর্বক প্রধান শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য অভিভাবক সদস্য মো. আব্দুল কদ্দুছ সংশ্লিষ্ট প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ প্রেরণ করেন। গত ১৫ জুলাই/২৪ইং তারিখের ম্যানেজিং কমিটির সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম কর্তৃক বিভিন্ন ধরনের অনিয়ম-দূর্নীতি পরিলক্ষিত হয়েছে বলে ম্যানেজিং কমিটির সদস্যরা জানতে পেরেছেন। উক্ত বিদ্যালয়ের উন্নয়ন কার্যক্রমের জন্য সরকারি অনুদান বাবাদ টাকা,
রুটিন মেইনটেইন্সের টাকা সহ বিভিন্ন সময়ে আসা সরকারি অর্থ অত্র বিদ্যালয়ের উন্নয়ন কার্যক্রমে ব্যয় না করে রেজিউলেশন খাতায় ম্যানেজিং কমিটির একাধিক সদস্যের স্বাক্ষর জাল করে এবং ভূয়া ভাউচার তৈরী করে সমস্ত অর্থ আত্মসাত করেছেন। এছাড়া যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বিদ্যালয়ে ব্যবহৃত স্টিলের আলমারি বিক্রির টাকা ও শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা প্রধান শিক্ষক তাঁর নিজস্ব মোবাইল নাম্বার ব্যবহার করে (০১৯২৫-১০৩৭১২) ব্যবহার করে টাকা উত্তোলন করে আত্মসাত করেছেন বলে শিক্ষার্থীর অভিভাবক সহ ম্যানেজিং কমিটির সহ-সভাপতি ইউপি সদস্য আমিনুল ইসলাম ও সদস্য আ: কদ্দুছ জানান। এ বিষয়ে অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি
ছফিউল হক নিয়োগী উক্ত প্রধান শিক্ষক শিক্ষার্থীর উপ-বৃত্তির টাকা নিজ মোবাইল নাম্বার ব্যবহার করেছেন এবং শিক্ষার্থীর টাকা নিয়ে অভিভাবকদেরকে ঘুরানোর বিষয়টি শিকার করে বলেন, প্রধান শিক্ষক তাঁর নিজ মনগড়া কাজ করেন, এখানে কাহারও কোন জিজ্ঞাসাবাদের প্রয়োজন হয়। আলমারি বিক্রির বিষয়টিও আমাদেরকে জানাননি। তিনি রেজিউলিশন খাতা নিয়ে আসেন
আমি স্বাক্ষর দিয়ে দিছি। এর বেশি কিছু আমি জানিনা। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলামের মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি দশ মিনিট পরে কল বেক করবেন কল কেটে দিয়ে ফোন বন্ধ করে দেন। নান্দাইল উপজেলা শিক্ষা অফিসার ফজিলাতুন্নেছা বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি, তদন্তমূলে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুনঃ