ঢাকা, শুক্রবার, ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাঙ্গাবালীতে দাখিল পরীক্ষায় অনিয়ম, ১৪ শিক্ষার্থী সাসপেন্ড, ৫ শিক্ষককে জরিমানা
বোয়ালখালীতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী কর্তৃক ঐতিহ্যবাহী চড়ক পূজা পরিদর্শন
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পৌর বিএনপির যৌথ সভা
উলিপুরে ব্রীজের পানি প্রবাহের পথ বন্ধ করে দিয়ে মাটি ভরাটের অভিযোগ
পলাশবা‌ড়ি‌তে আন্ডার পাসের দাবী‌তে সমা‌বেশ অনু‌ষ্ঠিত
পিরোজপুরে চোরাই ইজিবাইকসহ আন্তঃজেলা চোর চক্রের সদস্য গ্রেফতার
কালীগঞ্জে স্কুলছাত্রীকে হত্যা,আটক ১
চাপাতি ঠেকিয়ে তরুণীর সোনার চেইন ও ব্যাগ ছিনতাই, ভিডিও ভাইরাল
ট্রেনে পুলিশ সদস্যের অশালীন অঙ্গভঙ্গির ভিডিও ভাইরাল, যা বলল পুলিশ
ব্যারিস্টার সারোয়ারের বক্তব্যে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নিন্দা ও প্রতিবাদ
মুজিবনগর দিবসে আনসার বাহিনীর অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ
১৮ হাজার টাকার মধ্যে পানিরোধী স্মার্টফোন সি৭৫এক্স আনল রিয়েলমি
পাঁচবিবি প্রেসক্লাবের সম্পাদক সাংবাদিক আবু হাসান আর নেই
কলাপাড়ায় পরীক্ষা কেন্দ্রে নকলে সহায়তার দায়ে দুই শিক্ষককে অব্যাহতি
কাঁঠালিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

প্রধান নিরাপত্তা কর্মকর্তা “তরিকুলের” স্থায়ী পদচ্যুতি দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বশেমুরবিপ্রবির

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা তরিকুল ইসলামের স্থায়ী পদচ্যুতি ও ক্যাম্পাস থেকে বিতাড়িত করার দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বশেমুরবিপ্রবি।শুক্রবার (২রা আগষ্ট) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন (বশেমুরবিপ্রবি) এর এক বিবৃতিতে এই দাবি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, আজ শিক্ষার্থীরা চলমান কোটা সংস্কার নিয়ে ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে শান্তিপূর্ণ গণসংযোগ কর্মসূচি পালন করতে গেলে তিনি শিক্ষার্থীদের উপর চড়াও হয় এবং এক সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নিয়ে দায়িত্ব পালনে বাধা প্রদান করেন। এর আগে ছাত্র সমাজের যৌক্তিক কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের উপর ছাত্রলীগকে সরাসরি হামলার নির্দেশ দিয়ে ফেসবুকে পোস্ট করেন এবং কয়েকজনকে হুমকি দিয়ে চলমান আন্দোলনে বাধা প্রদান করেন। আমরা সাধারণ শিক্ষার্থী গভীর উদ্বেগ এর সাথে জানাতে চাই যে, আমাদের বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে থাকা প্রধান নিরাপত্তা কর্মকর্তার কাছেই যদি আমরা অনিরাপদ হয়ে থাকি তাহলে বিশ্ববিদ্যালয়ের ভেতরে ও বাহিরে আমাদের নিরাপত্তা কোথায়? একজন প্রশাসনিক কর্মকর্তা হিসেবে শিক্ষার্থীদের বাধা প্রদানের সাহস পান কি করে, এর জবাব চাই। এর সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসন জড়িত আছে কিনা তার সুস্পষ্ট ব্যাখ্যা চাই।

বিবৃতিতে আরো বলা হয়েছে, সাধারণ শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তা বিবেচনা করে, নিরাপত্তা কর্মকর্তা তরিকুল ইসলামকে স্থায়ী পদচ্যুতি এবং ক্যাম্পাস থেকে বিতাড়িত করে শিক্ষার্থীদের নিজ ক্যাম্পাসে স্বাধীনভাবে নিরাপত্তার সহিত চলাচলের সুযোগ করে দিতে হবে। তাকে শিক্ষার্থীদের যৌক্তিক বিষয়গুলোতে বার বার সরাসরি বাধা প্রদানের দায়ে শাস্তির আওতায় আনতে হবে।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা তরিকুল ইসলামের দ্বারা বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের নানা ধরনের হয়রানি স্বীকার হতে হয়েছে। ২০১৯ সালের ভিসি বিরোধী আন্দোলন থেকে শুরু করে ধর্ষণ বিরোধী আন্দোলন সহ বিভিন্ন ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিপক্ষে লাঠি হাতে নিয়ে আক্রমণ করতে দেখা গিয়েছে তাকে।

শেয়ার করুনঃ