
উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় দক্ষিণ পশ্চিম প্রবল মৌসুমী বায়ুর প্রভাবে বরগুনাতে ভারী বৃষ্টি হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছেন লোকজন। ঘর থেকে বের হতে পারছেন না বেরি বাঁধ ও সড়কে থাকা লোকজন হঠাৎ বৃষ্টি হঠাৎ ঝড় তাই ঘর বন্ধী মানুষ। ঘর থেকে বের হলেই উষ্ঠে পরার ভয়।সোমবার (২৫জুলাই) সকাল ৬টা থেকে মঙ্গলবার (১ অগষ্ট) সকাল ৬টা পর্যন্ত জেলার বেতাগীতে ৪৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। গত কয়েকদিন ধরেই বৃষ্টি হওয়াতে উপকূলের বিভিন্ন নিচু স্থানে পানি জমে গেছে। এতে দুশ্চিন্তায় পড়েছেন মৌসুমী সবজি চাষীরা ও ধান চাষীরা।আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে,মৌসুমী বায়ুর প্রভাবে গভীর সঞ্চালনশীল মেঘমাল তৈরী অব্যাহত রয়েছে এবং বায়ুচাপ তারমধ্যের আধিক্য বিরাজ করছে। কিছুটা উত্তাল রয়েছে বিশখালী নদী । উপকূলীয় এলাকা দিয়ে যে কোনো সময় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই বরগুনা,পটুয়াখালীর পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সকল মাছধরা ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
বরগুনা জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আগামী ২৪ ঘণ্টা বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।