
পটুয়াখালীর কলাপাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সোমবার বিকাল পাঁচটার দিকে পৌর শহরের ফেরিঘাট এলাকায় শেখ কামাল সেতুর নিচে সড়কের পাশে সরকারি জমিতে গড়ে ওঠা অবৈধ ছোট-বড় ২৫ টি স্থাপনা উচ্ছেদ করা হয়।ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি)কৌশিক আহম্মেদের নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ বলেন, সরকারি জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলমান থাকবে। পর্যায়ক্রমে অন্যান্য এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।