
রাজধানীর উত্তরায় র্যাবের গাড়িতে হামলা ও র্যাব সদস্যকে গুরুতর আহত করার ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক তরুণকে গ্রেফতার করেছে র্যাব।
গ্রেফতারকৃতের নাম-মো.সালাউদ্দিন (২৬)। তিনি নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার মো.মহসীন এর ছেলে।
রোববার (২৮ জুলাই) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১ সহকারী পুলিশ সুপার মো.মাহফুজুর রহমান। দুপুরে রাজধানীর উত্তরা ৮ নম্বর সেক্টর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এএসপি মাহফুজ জানান,ছাত্রদের চলমান বৈষম্যবিরোধী কোটা আন্দোলনের নামে নাশকতাকারীরা দেশব্যাপী অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে। নাশকাতারীদের হাত থেকে জনগণের জান-মাল ও সরকারি সম্পত্তি রক্ষার্থে গত ১৮ জুলাই উত্তরা পূর্ব থানার আজমপুর ব্রিজের নিচে আইন-শৃঙ্খলা নিরাপত্তা রক্ষাকারী সকল বাহিনীর মতো র্যাব ঘটনাস্থলে অবস্থান করে। এ সময় কিছু সহিংসতাকারী র্যাবের গাড়িকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়ে মারে, হামলা-ভাংচুর, অগ্নিসংযোগ এবং র্যাব সদস্যসহ আইন শৃংখলা বাহিনী সদস্যদের ওপর হামলা করে গুরুত্বর জখম করে। আহত র্যাব সদস্য বর্তমানে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তিনি আরও জানান,গ্রেফতার আসামি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এছাড়া এই ঘটনায় জড়িত থাকার ডিজিটাল সাক্ষ্য প্রমাণাদি রয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
ডিআই/এসকে