
ময়মনসিংহের নান্দাইল ও ঈশ্বরগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপি কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাকালীন সদস্য, ময়মনিসংহ উত্তর জেলা বিএনপি’র প্রতিষ্ঠাকালীন আহবায়ক ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা খুররম খান চৌধুরী’র ৩য় তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার (১৭ জুলাই)নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের বাহাদুরপুর নিজ গ্রামে হাসিনা খান চৌধুরী হাফিজিয়া ও নূরানী মাদ্রাসায় নান্দাইল উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে মরহুমের কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ, স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। নান্দাইল উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজদের সভাপতিত্বে ও সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক এনামুল হকের সঞ্চালনায় বরেন্য কিংবদন্তী রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা খুররম খান চৌধুরী’র স্মরণে সভায় বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির সম্মানিত সদস্য মাসুম খান, খুররম খান চৌধুরী ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আশরাফুল আলম, আশরাফ চৌধুরী ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মঞ্জুরুল হাসান, বিএনপি ওলামা পরিষদের সদস্য মাওলানা শাহজাহান কবির, ইউনিয়ন বিএনপি’র সভাপতি আ: সালাম খোকন প্রমুখ। এসময় উপজেলা ও ইউনিয়ন বিএনপি সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তব্য শেষে মরহুম খুররম খান চৌধুরীর মাগফিরাত কামনা সহ পরিবার ও দেশবাসীর কল্যাণে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।