
আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই “কোটা বৈষম্য নিরসন করে সংসদে আইন পাশের লক্ষ্যে জরুরি অধিবেশন আহবান ও ২৪ ঘন্টার মধ্যে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয় অভিমুখে গণ- পদযাত্রা ও স্মারকলিপি প্রধান করা হয়েছে।
১৪ জুলাই রবিবার সকাল ১০ টায় পটুয়াখালী শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন,পবিপ্রবি’র ছাত্ররা জমায়েত হয়।পরে বেলা ১১ টার দিকে তারা পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয় অভিমুখে রওনা হয়।পরে তারা গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি বরাবর পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক এর মাধ্যমে স্মারক লিপি প্রদান করেন। চাকরি প্রত্যাশী ও পবিপ্রবি শিক্ষার্থীদের পক্ষে এ স্মারক লিপি প্রদানের পূর্বে অন্যান্যদের মধ্যে ইমাম হোসেন, আজিজুল হক,ইয়ামিন,দিশান, সিয়াম ও শাওন বক্তব্য রাখেন বলে জানা যায়।