ঢাকা, সোমবার, ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
আমতলীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা
মিরসরাইয়ে স্বপ্নের খৈয়াছড়া’র কার্যকরী পরিষদ গঠন, সভাপতি জাহেদ সম্পাদক নুর আহমেদ
কুষ্টিয়ায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে ছবির শেখকে গণপিটুনি
দেহ ব্যবসায়ীদের আস্তানা গুড়িয়ে ও পুড়িয়ে দিলেন এলাকাবাসী
আত্রাইয়ের আকাশ থেকে পড়ল বিরল আকৃতি’র শীলা
ফেনী নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অর্ধদিনব্যাপী সাড়াশি অভিযান
নওগাঁ-ঢাকা বাস কাউন্টারে প্রশাসনের ভ্রাম্যমাণ টিমের অভিযান
নবীনগরের সাংবাদিক গোলাম মোস্তফার ইন্তেকাল
ব্রাহ্মণবাড়িয়ায় ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ১১ সদস্যের কমিটি গঠন
বোয়ালমারীতে গৃহবধূর আত্মহত্যা,নিহতের পরিবারের দাবি খুন
বিস্ফোরক আইনের মামলায় মাদ্রাসার অধ্যক্ষ গ্রেফতার
রাজবাড়ীর সাবেক এমপি কেরামত কাজী গ্রেফতার
পল্লবী থানার বিশেষ অভিযানে ৩০ মামলার আসামিসহ ১২জন গ্রেফতার
গাজায় গণহত্যার প্রতিবাদে পিআরপি’র সকাল-সন্ধ্যা হরতালের ডাক
ঘোড়াঘাটে আদিবাসী উন্নয়ন সংস্থার র্নিবাচনে সভাপতি লুইস :সম্পাদক মাইকেল

ইন্দুরকানী উপজেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

পিরোজপুরের ইন্দুরকানীতে প্রথম বারের মতো উপজেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ জুলাই) সকাল ১১টায় উপজেলার সরকারি সেতারা স্মৃতি বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা কৃষক লীগের সভাপতি রুহুল আমীন বাঘার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর ০১ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী এডভোকেট শ ম রেজাউল করিম।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এডভোকেট গাজী জসিম উদ্দিন।

সম্মেলনের উদ্বোধন করেন পিরোজপুর জেলা কৃষক লীগের সভাপতি চান মিয়া মাঝি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এডভোকেট সাইদুর রহমান টিটু।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক এডভোকেট দিলীপ কুমার মাঝি, পিরোজপুর সদর উপজেলা চেয়ারম্যান এস এম বায়জীদ হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মো. মোয়াজ্জম হোসেন মাঝি, উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান ছগীর, পাড়েরহাট ইউনিয়ন কৃষক লীগের সভাপতি জাহিদুল ইসলাম সহ উপজেলা আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও কৃষক লীগের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে শ ম রেজাউল করিম বলেন, আ’লীগে শেখ হাসিনা একাই নেতা। আমরা সবাই তার কর্মী। নৌকার বিরোধিতা কারীরা আ’লীগের কেউ না।আসুন আমরা সকলে মিলে জাতির জনক বঙ্গবন্ধুর আর্দশে দেশ বিনির্মাণ করি। জনগণের উদ্যেশে তিনি বলেন, আপনারা আমাকে ভোট দিয়ে। সংসদ সদস্য বানিয়েছেন। আমি আপনাদের একজন খাদেম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা আ’লীগের সহ সভাপতি আক্তারুজ্জামান ফুলু, ইন্দুরকানী উপজেলা আ’লীগের সভাপতি এডভোকেট মতিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা আ: লতিফ হাওলাদার, উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মৃধা সহ জেলা ও উপজেলা আ’লীগের নেতৃবৃন্দ।

শেয়ার করুনঃ