
পাবলিক সার্ভিস কমিশন( পি এস সি)’র প্রশ্ন পএ ফাঁস কান্ডে গ্রেফতার উপ-পরিচালক মোঃআবু জাফর এর গ্রামের বাড়ী পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলা কলাগাছিয়া ইউনিয়নে। তার এক একর জমির উপর নির্মানাধীন ডুপ্লেক্স বাড়ীর সন্ধান পাওয়া গেছে। তাকে নিয়ে সকালের খবর নিউজ পোধর্টাল পটুয়াখালী জেলা প্রতিনিধি’র অনুসন্ধানী প্রতিবেদন তৈরীর তথ্য উপাত্ত সংগ্রহ কালে ৯ জুলাই মঙ্গলবার বিকালে তার নির্মাণাধীন ডুপ্লেক্স বাড়ীর ছবি তোলা হয়। এ বিষয় জানতে চাইলে স্হানীয় কেউ কিছু বলতে রাজি হয়নি। এজন্য তাদের ও এ নির্মাণাধীন ডুপ্লেক্স বাড়ীর মালিক শ্রীঘরে থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।