ঢাকা, শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পটুয়াখালীতে সড়ক দূর্ঘটনায় আনসার কমান্ডার নিহত
পাঁচবিবিতে আওলাই ইউনিয়ন জামায়াতের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত
আত্রাইয়ের কচুয়া মধ্যপাড়া ইসলামীক সম্মেলন
মিরসরাইয়ে পাঁচ বছরেও উদঘাটন হয়নি গৃহবধূ মুন্নী হ*ত্যার রহস্য , ক্ষুদ্ধ ভুক্তভোগী পরিবার
প্রয়োজনীয় সংস্কার করে যথা সম্ভব দ্রুত নির্বাচন দিতে হবে :অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার
কালিগঞ্জের বিষ্ণুপুরে কৃষকদলের উদ্যোগে ঈদ পুনর্মিলন ও সাংস্কৃতি সন্ধ্যা 
নওগাঁয় মাটিবাহি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসা পড়ুয়া শিশুর মৃত্যু
ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের ঈদ পূর্ণমিলনী
কুয়াকাটা সৈকত দখল করে ঝুকিপূর্ণ মার্কেট নির্মানের অভিযোগ
কুড়িগ্রামে ২৪ পরবর্তী নতুন বাংলাদেশে কেমন কুড়িগ্রাম দেখতে চাই শীর্ষক মতবিনিময় সভা
বোদায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
সরাইলে অভিযানে ৩ হত্যা মামলার আসামীসহ গ্রেফতার ৯
বাগমারায় চুরিকাঘাতে যুবকের মৃত্যু:ঘাতকে পিটিয়ে হত্যা করলো উত্তেজিত জনতা
নড়াইলে বিএনপি নেতা সান্টুর উপর ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
লাখো পর্যটকের সমাগম কুয়াকাটা সমুদ্র সৈকতে। শতভাগ হোটেল মোটেল বুকিং

কিশোরী ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রাজধানীর আদাবর থানা এলাকায় ১৪ বছরের কিশোরী ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মো.শাহিন (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-২।

শুক্রবার (০৫ জুলাই) ভোরে রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার শাহিন বরিশালের ভোলা জেলার ভোলা থানার মো.ছিদ্দিকের ছেলে। ঘটনার পর থেকে তিনি ৪ বছর পলাতক ছিলেন।

শুক্রবার ( ৫ জুলাই ) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার শিহাব করিম।

তিনি বলেন,মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী তার পরিবারের সঙ্গে রাজধানীর আদাবর এলাকায় ভাড়া বাসায় থাকতো।

২০১৯ সালের ২৯ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে ভুক্তভোগী প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য বাথরুমে গেলে আগে থেকে উৎ পেতে থাকা শাহিন তার মুখ চেপে ধরে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। এ ঘটনায় ভুক্তভোগী নিজে বাদী হয়ে আদাবর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা (নম্বর- ২৯) করেন।

ওই মামলায় গ্রেফতার আসামি ১০ মাস জেলে থাকার পর আদালত থেকে জামিনে মুক্তি পান। পরে তিনি নিয়মিত আদালতে হাজিরা না দিয়ে পলাতক হন। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দেন।

শাহিন পলাতক থাকা অবস্থায় আদালত বিচারকার্য শেষে তার বিরুদ্ধে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদণ্ডসহ তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করেন।

সহকারী পুলিশ সুপার শিহাব করিম আরও বলেন, এই মামলায় জড়িত আসামিকে গ্রেফতার সংক্রান্ত আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এর অভিযান পরিপ্রেক্ষিতে র‌্যাব এ বিষয়ে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায়,গোপন তথ্যের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় শুক্রবার ভোরে মোহাম্মদপুর থানা এলাকায় অভিযান চালিয়ে শাহিনকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদাবর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান এ কর্মকর্তা।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ