
সিরাজগঞ্জে ১৫০ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। ৪জুলাই ২৪ বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোঃ জুলহাজ উদ্দীন, বিপিএম (বার), পিপিএম এর নের্তৃত্বে ডিবির অফিসার ও ফোর্সসহ সদর থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান চালিয়ে সদর থানাধীন ১০ নং সয়দাবাদ ইউনিয়নের অন্তর্গত সদানন্দপুর গ্রামস্থ মিয়াবাড়ী মার্কেটের সামনে কড্ডার মোড় হতে সিরাজগঞ্জ শহরগামী পাকা রাস্তার উপর আসামী মোঃ সাইদুর রহমান(৪৬), পিতা-মোহাম্মদ আলী, মাতা-মোসাঃ কহিনুর বেগম, সাং-চক বড়াইগ্রাম, থানা-বড়াইগ্রাম, জেলা-নাটোর এর হেফাজত হতে সর্বমোট ১৫০ (একশত পঞ্চাশ) গ্রাম হেরোইন উদ্ধার করেছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।