
পটুয়াখালী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন যৌন নির্যাতনের শিকার এক শিশুর পিতা। তার এ সংবাদ সম্মেলন উক্ত ক্লাবে ৩ জুলাই বুধবার বেলা ১১ টায় অনুষ্ঠিত হয়।এসময় উক্ত শিশুর বাবা তার লিখিত বক্তব্য পাঠ করে বলেন, পটুয়াখালী পৌরসভার শের-ই- বাংলা রোডে অবস্থিত দারুল কুরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক এবং প্রধান শিক্ষক আহম্মদ কবির ও সহকারী শিক্ষক মোঃ মাহমুদুল হাসানের মাদ্রাসার ৩য় তলার একান্ত রুমে তার শিশু পুত্রকে ডেকে নিয়ে তাকে দিয়ে নানা উপায়ে কসরত করাইয়া গত মাসের ৯ তারিখ বেলা ১১ ঘটিকার সময় যৌন কামনা চরিতার্থ করেন।
এবিষয় তিনি গত মাসের ২৬ তারিখ বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে এ মাদ্রাসার উক্ত প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান শিক্ষক এবং ঐ সহকারী শিক্ষক কে আসামী করিয়া মামলা করেন।যাহার নারী শিশু পিটিশন মামলা নং৩৫১/২০২৪ ইং। এ মামলা টি বিজ্ঞ ট্রাইবুনাল এজাহার হিসেবে নেওয়ার জন্য অফিসার ইনচার্জ, পটুয়াখালী সদর থানাকে নির্দেশ প্রদান করেন। তিনি শিশু ছাত্রকে যৌন হয়রানিকারী আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।
এছাড়াও তিনি এসময় বলেন, এরপর থেকে তারা মুঠোফোনে হুমকি দামকি দিচ্ছেন। তারা প্রভাবশালী।
উক্ত সংবাদ সম্মেলনে তার সাথে একজন আত্নীয় ও পটুয়াখালী প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দরা উপস্থিত ছিলেন।