ঢাকা, শনিবার, ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
আমতলীতে হুমকির বিচার চেয়ে থানায় অভিযোগ
ইসরায়েলি পন্য বয়কটের দাবিতে পল্লবী থানা যুবদলের বিক্ষোভ
কালিগঞ্জের লম্পট গৌরপদ মন্ডল গ্রেফতার
বিরামপুরে শ্রমিক দলের ঈদ পুনর্মিলনী
আত্রাইয়ে স্বেচ্ছাসেবক দলের সভাপতির ওপর হামলা গ্রেপ্তার-১
বোয়ালমারীতে গলায় ফাঁস নিয়ে বৃদ্ধের মৃত্যু
ঝালকাঠিতে জলবায়ু যোদ্ধাদের গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক-র‍্যালি
বাকাশিবোর চেয়ারম্যান হওয়ায় শুভেচ্ছাও অভিনন্দন পেয়েছেন প্রকৌশলী রুহুল আমিন
বান্দরবানের কালাঘাটায় বিএনপির অফিস ভাংচুরের প্রতিবাদে-নাইক্ষ্যংছড়িতে বিক্ষোভ
রামপুরায় এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের পর চাঁদা দাবী,উদ্ধারে পুলিশ
রূপসায় ফিলিস্তিনে নৃশংস গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুরে বিএনপির ঈদ পুনর্মিলন ও মতবিনিময় সভা 
বঙ্গোপসাগরে ডাকাতের কবলে পড়া ফিশিং ট্রলারসহ ৬৭ জেলেকে উদ্ধার করলো কোস্ট গার্ড
দুই কিলোমিটার ধাওয়া করে ছিনতাইকারীকে ধরলো সেনাবাহিনী
নওগাঁয় পরকীয়ার বলি সন্ধ্যা কে ফিরে পেতে পরিবারের সংবাদ সম্মেলন

অবহেলায় অযত্নে,ধব্বংসের মুখে ঐতিহাসিক মুন্সিবাজার

ফরিদপুর সদর গেরদা ইউনিয়নের ঐতিহাসিক
মুন্সিবাজার। বর্তমান পৌরসভার ২৭ নং ওয়ার্ডের মধ্যে অবস্থিত। আশেপাশে আরো অনেক বাজার থাকলেও দশ গ্রামের মানুষের একমাত্র যাতায়াতে ছিল এই বাজারে।

হালের পরিবর্তনে এই ঐতিহাসিক বাজারটি আজ ধব্বংসের সমুখে দাঁড়িয়েছে। বাজারে এজাদারদের কারণে কমিটির গাফলতিতে ধিরে ধিরে বাজার থেকে মূখ ফিরিয়ে নিচ্ছে চারিদিকের মানুষ। নষ্ট হচ্ছে বাজারে পরিবেশ।

সরেজমিনে দেখা যায়,বাজারে চারিদিকে ময়লা আবর্জনার স্থাপনা। সেই ময়লার ভিতরে তৈরী হচ্ছে ডেঙ্গু মশা,এবং নানান ধরনের পোকা মাকরা, কিরা। এর কারনে বাজারে চলাচল করেতে অসুবিধায় পড়তে হচ্ছে সর্বস্তরের জনগণের।,বাজারে সংলগ্ন রয়েছে দুইটি স্কুল,যেখানে শত শত ছাত্র ছাত্রী আসা যাওয়া।
বাজারের পরিবেশের কারণে স্বাস্থ্যর ঝুঁকি পড়তে হচ্ছে কোমলমতি ছাত্র ছাত্রীদের।
বাজার ঢুকার পথে রয়েছে,পুলিশ বক্স তবে নেই কোন কার্যক্রম নেই। দীর্ঘ দিন রাস্তা জুড়ে পড়ে রয়েছে অকার্য ভাবে। পথচারীদের যাতায়াত সহ যানবাহন চলালে পড়তে হচ্ছে অসুবিধায়।
বাজারের ব্যবসায়ী ও সাধারণ জনগণের
পাহাড় সমান অভিযোগ থাকলে এই বিষয়ে কারো কোন প্রকার মাথা ব্যথা নেই।

ফরিদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক, মুন্সিবাজার হাই স্কুলের সভাপতি ঈমান আলী মোল্লা বলেন,একটি এলাকার বা প্রতিষ্ঠানের পরিবেশ রক্ষার দায়িত্ব আমার আপনার সবার, সবার উচিত নিজ নিজ জায়গা থেকে সেটা পালন করা। বাজারটির যে পরিবেশ এর প্রদান কারণ বাজারে থেকে ময়লা আবর্জনা পানি বের হওয়ার কোন ব্যবস্থা না থাকায়। আর এর কারনে স্কুলের উপর উপর প্রভাব পড়ছে। চারিদিকের পরিবেশ নষ্ট হচ্ছে।

বাজারের বর্তমান ইজাদার অপু নামে একজন ব্যক্তি, তার সাথে এই বিষয়ে মুঠ ফোনে কথা হলে তিনি বলেন, আমার লাইন্সেস নিয়ে অন্যরা কাজ করে, আপনার সাথে পরে কথা বলবো বলে লাইন কেটে দেন। বাজার কমিটির সভাপতি শহীদ মোল্লা বলেন, আগে যে পরিমান লোকজন বাজারে বিভিন্ন মালামাল বিক্রির করার জন্য আসতো।বেশী পরিমাণে খাজনা তোলার কারণে তিন ভাগের এক ভাগ লোক বাজারে আসেনা। পৌরসভা থেকে বাজারটি জন্য কিছু বরাদ্দ করলেও সেটা ঠিকমত পাওয়া যায় না। আমার কি করার আছে।

বাজার কমিটির সাধারণ সম্পাদক রমেন কুন্ডু বলেন, নিজের পকেটের টাকা দিয়ে বেশ কয় একবার বাজারটির পরিবেশ রক্ষায় কাজ করিয়েছি,কেউ এই বিষয়টি নিয়ে কথা বলেনা আমি একা কি করবো।

জানাযায়, বাজারে ডাক যে পরিমান টাকা দিয়ে নেয়া হয়েছে,সেই পরিমান টাকা না উঠার কারনে বাজারের এই অবস্থা। হিংসা প্রতি হিংসা থাকার কারনে কেউ কোন প্রতিবাদ করে না। যে যার ইচ্ছা মত চলছে।

বাজারে একাধিক ব্যবসায়ীরা বলেন,বাজার কতৃপক্ষ আমাদের কাছে যখন যা দাবি করেন সেটা আমরা দিয়ে থাকি। বাজারের এই অবস্থার জন্য তো আর আমরা দায়ি না। বরং বাজারে যারা দায়িত্বরত রয়েছেন তারা যদি শক্ত হাতে প্রতিবাদ করেন বা উদ্যেগ নেয় তাহলে বাজারে অবস্থা আগের জায়গায় ফিরে আসবে। বর্তমান এমন পরিস্থিতি হয়েছে দোকানে বসে থাকতে পারি না দুর্গন্ধে, দোকানে ডুকে পড়ে বিভিন্ন পোক মাকর। বেচাকেনারর পরিমান ধিরে ধিরে খাদের কিনারায় গিয়ে দাড়িয়েছে। লোকজন বাজারে না আসলে বেচাকেনা হবেই বা কি ভাবে।

তারা আর ও জানায়,বাজারে নেই কোন চলাচল করা রাস্তা, নেই কোন টয়লেট,নেই কোন বাজারে জমে থাকা ময়লা আবর্জনা পানি বের হওয়ার ব্যবস্থা। এক কথায় কারো কোন পদক্ষেপ না থাকায় ধিরে ধিরে হারিয়ে চলছ ঐতিহাসিক নামকরা মুন্সিবাজারটি।

শেয়ার করুনঃ