
বরগুনার বেতাগীতে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে রাসায়নিক সার ও বীজ বিনামূল্যে বিতরণ উদ্বোধন করা হয়েছে।
সোমবার ৬ নভেম্বর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. মাকসুদুর রহমান ফোরকান। উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমেদ’র সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহামুদা খানম ও উপজেলা কৃষি অফিসার তানজিল আহমেদ।
এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি দপ্তরের সম্প্রসারণ কর্মকর্তা মো. তাহের উদ্দিন, বেতাগী প্রেসক্লাবের সভাপতি সাবেক সভাপতি মো. আসাদুল ইসলাম চিনু ও বেতাগী নাগরিক ফোরামের সভাপতি লায়ন মো. শামীম শিকদার। পরে কৃষকদের মাঝে ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, খেসারী ও মুখ ফসলের বীজ ও সার বিতরণ করা হয়। এ উপজেলায় ২০২৩-২০২৪ অর্থ বছরে ৪ হাজার ২৫৫ জন কৃষকের মাঝে এসব বীজ ও সার বিতরণ করা হবে।