ঢাকা, শুক্রবার, ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাঙ্গাবালীতে দাখিল পরীক্ষায় অনিয়ম, ১৪ শিক্ষার্থী সাসপেন্ড, ৫ শিক্ষককে জরিমানা
বোয়ালখালীতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী কর্তৃক ঐতিহ্যবাহী চড়ক পূজা পরিদর্শন
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পৌর বিএনপির যৌথ সভা
উলিপুরে ব্রীজের পানি প্রবাহের পথ বন্ধ করে দিয়ে মাটি ভরাটের অভিযোগ
পলাশবা‌ড়ি‌তে আন্ডার পাসের দাবী‌তে সমা‌বেশ অনু‌ষ্ঠিত
পিরোজপুরে চোরাই ইজিবাইকসহ আন্তঃজেলা চোর চক্রের সদস্য গ্রেফতার
কালীগঞ্জে স্কুলছাত্রীকে হত্যা,আটক ১
চাপাতি ঠেকিয়ে তরুণীর সোনার চেইন ও ব্যাগ ছিনতাই, ভিডিও ভাইরাল
ট্রেনে পুলিশ সদস্যের অশালীন অঙ্গভঙ্গির ভিডিও ভাইরাল, যা বলল পুলিশ
ব্যারিস্টার সারোয়ারের বক্তব্যে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নিন্দা ও প্রতিবাদ
মুজিবনগর দিবসে আনসার বাহিনীর অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ
১৮ হাজার টাকার মধ্যে পানিরোধী স্মার্টফোন সি৭৫এক্স আনল রিয়েলমি
পাঁচবিবি প্রেসক্লাবের সম্পাদক সাংবাদিক আবু হাসান আর নেই
কলাপাড়ায় পরীক্ষা কেন্দ্রে নকলে সহায়তার দায়ে দুই শিক্ষককে অব্যাহতি
কাঁঠালিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

পঞ্চগড়ে সেবা পেতে বিড়ম্বনা হওয়ায় নার্সের উপর হামলা, থানায় অভিযোগ

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে রোগী দেখতে দেরি করায় ক্ষিপ্ত হয়ে নার্সের উপর হামলার অভিযোগ উঠেছে। রোববার (৩০ জুলাই) দুপুরে ভুক্তভোগী সিনিয়র স্টাফ নার্স মহি উদ্দিন বাদী হয়ে সদর থানায় তিন জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামী করা হয়েছে।
এজাহারে উল্লিখিত আসামীরা হলেন, পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের খোলাপড়া এলাকার মো.রাব্বি (২৫), তার বাবা হাসান তারেক(৫৫)ও পঞ্চগড় জালাসী এলাকার মানিক হোসেন (৪২)। অভিযোগ থেকে জানা যায়, শনিবার সন্ধ্যার পরে গরম চা বুকে ও পেটে পরে পুড়ে যায় শিশু আয়ানের(১৪ মাস) ওপরে।
আয়ান কে কোলে নিয়ে তার বাবা রাব্বি ও রাব্বির বাবা হাসান তারেক ছুটে যান হাসপাতালে। কর্তব্যরত ডাক্তার রোগী না দেখাসহ বিভিন্ন অভিযোগ তুলে রাব্বি মহি উদ্দিন নামে নার্সের গায়ে হাত তোলেন। মারধরের অভিযোগে রোববার দুপুরে একদল নার্স থানায় গিয়ে মামলার এজাহার জমা দেন। রাব্বির পরিবার জানায়, রোগী নিয়ে অপেক্ষা করতে থাকলেও চিকিৎসক অসুস্থ শিশুটিকে দেখেনি। এরপর পোড়া অংশে লাগানোর মলমটিও ভালো করে দেয়া হয়নি বলে অভিযোগ করেন তারা। বিষয়টি নিয়ে নার্সদের সাথে বাকবিতণ্ডা হয়। দীর্ঘ সময় পর শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। রাতেই শিশুটিকে রেফার করা হয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে শিশু আয়ানের অবস্থার উন্নতি হয়েছে।
এদিকে ভুক্তভোগী সিনিয়র স্টাফ নার্স মহি উদ্দিন বলেন, তাদের উগ্র আচরণের কারণে শুরু থেকেই শিশুটির চিকিৎসা সেবা বাধাগ্রস্ত হচ্ছিলো। তারা আমাদের অশ্লীল ভাষায় গালাগাল করে এবং এক পর্যায়ে আমার গায়ে হাত তোলে। আয়ানের দাদা বলেন,আমি দীর্ঘ সময় শিশুটিকে কোলে নিয়ে দাঁড়ীয়ে ছিলাম।ডাক্তার আমার নাতিকে একবারও দেখেনি।তারা চিকিৎসা দিতে অবহেলা করছিল।তারা আমার নাতির পোড়া অংশে মলম লাগিয়ে দেয়।বৃষ্টির কারণে বাইরে বেড় হওয়া যাচ্ছিলোনা। আমরা বার বার অনুরোধ করি আরেকটু মলম লাগিয়ে দেওয়ার জন্য।
প্রয়োজনে পরে মলম কিনে দেওয়ারও কথা বলি। কিন্তু তারা এতই পাষান ছিলো যে কিছুতেই কথা শুনেনি। শুরু থেকেই তাদের অবহেলা আর উগ্র আচরণে আমার ছেলে রেগে গিয়ে একজন নার্সকে একটু ধাক্কা দিয়েছে। আসলে হাসপাতালের স্টাফের আচরণ এতো খারাপ হয়েছে যে আমার নাতিকে আমি চিকিৎসা করাতে পারিনি। পরে বাধ্য হয়ে রংপুর মেডিক্যাল কলেজে ভর্তি করতে বাধ্য হই। তারা খারাপ আচরণ করে এখন উল্টো আমাদের নামে থানায় অভিযোগ করেছে বলে শুনেছি। পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) রঞ্জু আহম্মেদ বলেন,অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুনঃ