
বজ্রপাত রোধে ও পরিবেশ ভারসম্য রক্ষায় কালীগঞ্জ উপজেলার বিভিন্ন সড়কে ১৪০টি তালগাছের চারা রোপণ করা হয়েছে।রবিবার (৩০ জুন) দুপুরে লালমনিরহাট বুড়িমারী মহাসড়কের কাকিনায় এ তালগাছের চারা রোপণ করে করা হয়। এ সময় উপস্থিত উপজেলা পরিষদের চেয়ারম্যান রাকিবুজ্জামান আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা জহির ইমাম, উপজেলা কৃষি কর্মকর্তা তুষার কান্তি,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ।
উপজেলা কৃষি কর্মকর্তা তুষার কান্তি জানান, আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় বজ্রপাত প্রতিরোধে এসব তালগাছের চারা রোপণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জহির ইমাম জানান, এসব তালগাছের চারা এক দিকে যেমন সড়কগুলো দৃষ্টিনন্দন হবে অন্যদিকে বজ্রপাত প্রতিরোধে সহনীয় ভূমিকা পালন করবে।উপজেলা চেয়ারম্যান রাকিবুজ্জামান আহমেদ জানান, পরিবেশবান্ধব এ তালের চারাগুলো একদিকে যেমন বজ্রপাতে মৃত্যুর হার কমাতে ভূমিকা রাখবে তেমনিভাবে সড়কের সৌন্দর্য বৃদ্ধি করবে এবং স্থানীয়রা এ থেকে নানা সুবিধা ভোগ করতে পারবে।