
পটুয়াখালীর জেলার দুমকি উপজেলায় মুজিব শতর্বষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর পেয়ে বদলে দিয়েছে গৃহহীন ও ভূমিহীনদের জীবনযাত্রা। অসহায় গৃহহীন মানুষের মাথা গোঁজার ঠাঁই হয়েছে। আশ্রয়নের টেকসই, মজবুত রঙিন সেমি- পাকা
ঘর পেয়ে আনন্দে দিন যাপন করছে। বসবাসরত হতদরিদ্র মানুষের স্বপ্ন পূরণ হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ পাকাঘর ও জমি পাওয়া সুবিধা বঞ্চিত পরিবারগুলো বেশ খুশিতে আত্মহারা। সূত্র থেকে জানা গেছে, দুমকী উপজেলায় ৩ ধাপে.র্সবমোট আশ্রয়নের ৪২৩টি ঘর তৈরি করে সুবিধা ভোগিদের মাঝে বরাদ্দ দেয়া হয়েছে।
আশ্রয়ন প্রকল্প-১ তে রয়েছে ৩টি ঘর।
প্রতিটি ঘর র্নিমাণ ব্যয় হয়েছে ১ লক্ষ ৭১ হাজার টাকা। আশ্রয়ন প্রকল্প- ২ তে র্নিমিত ৫০টি ঘরের প্রতিটির র্নিমাণ ব্যয় হয়েছে ১ লক্ষ ৯১ হাজার টাকা এবং আশ্রয়ন প্রকল্প-৩ তে র্নিমিত ৭৩ টি ঘরের প্রতিটির র্নিমাণ ব্যয় হয়েছে ২ লক্ষ ৫৯ হাজার টাকা বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।