
আগামী ২৬ নভেম্বর পটুয়াখালীর কলাপাড়ায় আসন্ন রাস মেলা ও রাস পূর্ণিমা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা প্রশাসন’র আয়োজনে উপজেলা পরিষদ দরবার হলে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান।
এসময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার বিমল কৃষ্ণ, কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলদার, কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার, মহিপুর থানার ওসি তদন্ত মো: আসলাম, কুয়কাটা টুরিস্ট পুলিশ জোনের ওসি মো: হাসনাইন পারভেজ, পটুয়াখালী প্রেসক্লাব ও পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন ব্যানার্জি, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি স্বপন হাওলাদার হীরা, কুয়াকাটা শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দির ও তীর্থযাত্রী সেবাশ্রমের সাধারণ সম্পাদক নিহার রঞ্জন মন্ডসহ ইউপি চেয়ারম্যানগণ ও সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় ৩ দিন ব্যাপী রাস উৎসব সুষ্ঠু ভাবে উদযাপনের জন্য বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।