ঢাকা, শনিবার, ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ইসরায়েলি পন্য বয়কটের দাবিতে পল্লবী থানা যুবদলের বিক্ষোভ
কালিগঞ্জের লম্পট গৌরপদ মন্ডল গ্রেফতার
বিরামপুরে শ্রমিক দলের ঈদ পুনর্মিলনী
আত্রাইয়ে স্বেচ্ছাসেবক দলের সভাপতির ওপর হামলা গ্রেপ্তার-১
বোয়ালমারীতে গলায় ফাঁস নিয়ে বৃদ্ধের মৃত্যু
ঝালকাঠিতে জলবায়ু যোদ্ধাদের গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক-র‍্যালি
বাকাশিবোর চেয়ারম্যান হওয়ায় শুভেচ্ছাও অভিনন্দন পেয়েছেন প্রকৌশলী রুহুল আমিন
বান্দরবানের কালাঘাটায় বিএনপির অফিস ভাংচুরের প্রতিবাদে-নাইক্ষ্যংছড়িতে বিক্ষোভ
রামপুরায় এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের পর চাঁদা দাবী,উদ্ধারে পুলিশ
রূপসায় ফিলিস্তিনে নৃশংস গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুরে বিএনপির ঈদ পুনর্মিলন ও মতবিনিময় সভা 
বঙ্গোপসাগরে ডাকাতের কবলে পড়া ফিশিং ট্রলারসহ ৬৭ জেলেকে উদ্ধার করলো কোস্ট গার্ড
দুই কিলোমিটার ধাওয়া করে ছিনতাইকারীকে ধরলো সেনাবাহিনী
নওগাঁয় পরকীয়ার বলি সন্ধ্যা কে ফিরে পেতে পরিবারের সংবাদ সম্মেলন
বরগুনায় জলবায়ু ন্যায়বিচার দাবিতে তরুণদের ২২ সংগঠনের ধর্মঘট

বাস-প্রাইভেট কারে টানেল দেখতে মানুষের ভিড় , ছুটির দিনে যানজট

টানেল দেখতে ভিড় করা লোকজনকে কেন্দ্র করে পতেঙ্গা ও আনোয়ারায় টানেলমুখী বাস, মিনিবাস ও মাইক্রোবাস সার্ভিসও চালু হয়েছে। ৫০ থেকে ১০০ টাকা ভাড়া দিয়ে এসব যানবাহনে চড়ে টানেল দেখে আসছেন দর্শনার্থীরা।
খোঁজ নিয়ে জানা গেছে, চালুর পর পিকআপ, ট্রাক, প্রাইভেট কারে করে লোকজন টানেল পার হলেও এখনো রুট নির্ধারণ না হওয়ায় দূরপাল্লার বাস চলাচল শুরু হয়নি।বাসচালক মো. খোকন বলেন, ‘আমরা বাসে করে জনপ্রতি ৫০ টাকা নিয়ে পতেঙ্গা সমুদ্রসৈকত পর্যন্ত যাই। যাত্রীদের অধিকাংশ টানেল দেখতে যান।’

আনোয়ারা প্রান্তে অস্থায়ী লাইন্সম্যান মহিউদ্দিন বলেন, আনোয়ারা প্রান্ত থেকে ২০টি বাস দিনে দুবার করে আসা–যাওয়া করে। এ ছাড়া পোশাক কারখানার শ্রমিকদের বহনকারী বাসও রয়েছে। সব মিলিয়ে ৫০টির মতো বাস চলাচল করছে টানেলে। তিনি আরও বলেন, সকালের চেয়ে বিকেলে টানেলে ভিড় থাকে বেশি। কারণ, তখন টানেল দেখতে আসেন দর্শনার্থীরা।
টানেল দেখতে শুক্রবার টানেলের দুই পাশে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ছিল। ওই সময় দুই থেকে তিন ঘণ্টা পর্যন্ত আটকে থাকতে হয় যাত্রীদের। শুক্রবারই নয়, ছুটির দিন হওয়ায় শনিবার দিনভরও টানেলের দুই পাশে বাস, মাইক্রোবাস ও নিজস্ব পরিবহনে লোকজন আসে।

চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত প্রথম সুড়ঙ্গপথ কর্ণফুলী টানেল ঘিরে মানুষের উৎসাহ দিন দিনই বাড়ছে। টানেল দেখতে দূরদূরান্ত থেকে আসছে মানুষ। ছুটির দিনগুলোয় রীতিমতো যানজটও লেগে যাচ্ছে। টানেলে গিয়ে মুঠোফোনে সেলফি তোলা, গাড়ির রেস দেওয়ার মতো ঘটনাও ঘটছে। ফলে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাও ঘটছে।

গত পাঁচ দিনের ব্যবধানে দুটি দুর্ঘটনা ঘটেছে টানেলের ভেতরে। আর টানেলের টোল প্লাজায় ঘটেছে একটি। এসব ঘটনায় এখন পর্যন্ত বড় ধরনের ক্ষতি না হলেও আহত হয়েছেন চারজন।

ক্ষতিগ্রস্ত হয়েছে টানেলের তিনটি ডেকোরেটিভ বোর্ড। সর্বশেষ গত শুক্রবার রাত ৯টার দিকে টানেলের ভেতরে একটি প্রাইভেট কারকে পেছন থেকে একটি বাস ধাক্কা দিলে দুর্ঘটনা ঘটে। এতে প্রাইভেট কারের পেছনের অংশ দুমড়েমুচড়ে যায়। এ সময় কারের চার যাত্রী আহত হন।
টানেলমুখী এমন লোকজনের ভিড়ের মধ্যেই শুক্রবার দুর্ঘটনা ঘটে। ওই দিন রাত নয়টায় টানেলের ভেতরে একটি প্রাইভেট কারকে পেছন থেকে একটি বাস ধাক্কা দিলে একই পরিবারের চারজন আহত হন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, টানেলে দুর্ঘটনা ঘটার পর নিরাপত্তা জোরদার করা হয়েছে। টানেল ও টোলপ্লাজা এলাকায় যানবাহন দাঁড় করিয়ে ছবি তোলার সময় নিরাপত্তাকর্মীরা বাধাও দিচ্ছেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের টোল ব্যবস্থাপক মো. বেলায়েত হোসেন বলেন, শুক্র ও শনিবার রেকর্ড পরিমাণ যানবাহন চলাচল করেছে। তাই টানেল এলাকায় নিরাপত্তাও জোরদার করা হয়েছে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জহির হোসেন বলেন, শুক্রবার রাতে বাস-প্রাইভেট কারের দুর্ঘটনার বিষয়ে এখনো মামলা হয়নি। তবে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি টানেল কর্তৃপক্ষের কাছে জব্দ অবস্থায় আছে।

শেয়ার করুনঃ