ঢাকা, রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ক্লাস-পরীক্ষা বর্জন করে নোয়াখালী কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
শাহবাগে ফুলের দোকানে আগুন: ঝুলন্ত বৈদ্যুতিক সংযোগ ও হাইড্রোজেন সিলিন্ডার ছিল বিপদের কারণ
সরকারি সফরে রাশিয়া ও ক্রোয়েশিয়া গেলেন সেনাপ্রধান
বাঞ্ছারামপুরে বিএনপির ১১ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ
পঞ্চগড়ের বোদায় গুম, খুন, ছিনতাই, ও সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল
ফুলবাড়ী পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যদের নিয়ে ঈদ পূর্ণমিলনী
চাঁদাবাজির অভিযোগে কাঁঠালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদককে শোকজ
রাজধানীর’ খেতাপুড়ি ‘দখল করেছে পটুয়াখালীর ঝাউবন
ঝিকরগাছায় কিশোরকে বস্তা কিনতে পাঠিয়ে ভ্যান নিয়ে চম্পট
১৭ বৎসর আন্দোলন সংগ্রাম করেছি ,দরকার হলে আবারো নামা হবে: আজিজুল বারী হেলাল
পাঁচবিবিতে মোহাম্মদপুর ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
টিআরসি নিয়োগে দালালমুক্ত স্বচ্ছ প্রক্রিয়ার আশ্বাস ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের
উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটে রোগীদের দূর্ভোগ
চিলমারীতে ঐতিহ্যবাহী অষ্টমির স্নান সম্পন্ন
বিএনপি নেতার ওপর বোমা হামলার প্রতিবাদে কয়রায় বিক্ষোভ মিছিল

প্রথমবারের মতো ঢাকা ঢাকা রেঞ্জ পুলিশের ১১০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

‘সৌরভে-গৌরবে ঢাকা রেঞ্জ,ফিরে দেখা ১১০ বছর’ প্রতিপাদ্যে ঢাকা রেঞ্জের ১১০তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণিল আয়োজনে মধ্য দিয়ে প্রথমবারের মত উদযাপিত হয়েছে।

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ,বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন সোমবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় রেঞ্জ অফিস চত্বরে বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি উদ্বোধন করেন।

এ সময় জননিরাপত্তা বিভাগের সচিব মো.জাহাংগীর আলম,বীর মুক্তিযোদ্ধা মাহবুব উদ্দিন আহমেদ বীর বিক্রম,অতিরিক্ত আইজি (প্রশাসন) মো.কামরুল আহসান,এন্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত আইজি এস এম রুহুল আমিন,ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ঢাকার বিভাগীয় কমিশনার মো.সাবিরুল ইসলাম,ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম,রেঞ্জাধীন জেলাসমূহের পুলিশ সুপারগণ এবং অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পরে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজারবাগ পুলিশ লাইনসে এসে শেষ হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার সন্ধ্যায় রাজারবাগ পুলিশ লাইনসে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ,বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান,জাতীয় সংসদের হুইপ মো.নজরুল ইসলাম বাবু এমপি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেনজীর আহমেদ, এমপি, জননিরাপত্তা বিভাগের সচিব মো. জাহাংগীর আলম,অতিরিক্ত আইজি (প্রশাসন) মো. কামরুল আহসান,স্পেশাল ব্রাঞ্চের প্রধান অতিরিক্ত আইজি মো.মনিরুল ইসলাম, ঢাকার বিভাগীয় কমিশনার মো.সাবিরুল ইসলাম। অনুষ্ঠানে সংসদ সদস্যগণ, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ এবং আমন্ত্রিত অতিথিগণ উপস্থিত ছিলেন।

সালমান এফ রহমান বলেন,প্রধানমন্ত্রী দেশের অন্যান্য প্রতিষ্ঠানের মত বাংলাদেশ পুলিশকে আধুনিক করে গড়ে তুলতে কাজ করছেন।

তিনি জনগণের বন্ধু হিসেবে তাদেরকে আরও বেশী সেবা প্রদানের জন্য পুলিশ কর্মকর্তাদের প্রতি আহবান জানিয়েছেন।

জননিরাপত্তা বিভাগের সচিব দুষ্টের দমন ও শিষ্টের পালন’এ মন্ত্রে উজ্জীবিত পুলিশ সদস্যদেরকে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহবান জানান।

আইজিপি বলেন,প্রধানমন্ত্রী পুলিশের জনবল, ইকুইপমেন্ট,লজিস্টিকস বৃদ্ধি করায় পুলিশে সক্ষমতা বেড়েছে।

তিনি বলেন,বাংলাদেশ পুলিশ সকলের সহযোগিতায় কার্যকরভাবে জঙ্গিবাদ,সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে ঢাকা রেঞ্জের ইতিহাস তুলে ধরে একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি কেক কাটা হয়। অতিথিগণ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রকাশিত তথ্যবহুল ও নান্দনিক স্মরণিকা ‘সৌরভে-গৌরবে ঢাকা রেঞ্জ’এর মোড়ক উন্মোচন করেন

ডিআই/এসকে

শেয়ার করুনঃ