ঢাকা, সোমবার, ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় ১৫ জন পুলিশ সদস্য আহত গ্রেফতার ১
গাজায় ইসরাইলের যুদ্ধ আগ্রাসনের প্রতিবাদে পবিপ্রবিতে সমাবেশ ও মানববন্ধন
তাড়াশে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ মিছিল
ইজরায়েলের গণহত্যার প্রতিবাদে ফুলবাড়ীতে তৌহিদি জনতার বিক্ষোভ মিছিল
ফিলিস্তিনে ইসরাইলীদের নৃশংস হামলার প্রতিবাদে বোদায় মানববন্ধন
ঐতিহ্যবাহী জুলফিকার আলী ভূট্টো বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
লক্ষ্মীপুরে গাজায় গণহত্যার প্রতিবাদে হরতাল-বিক্ষোভ মিছিল
গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে ঝালকাঠিতে তৌহিদি জনতার বিক্ষোভ
চুয়াডাঙ্গায় সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক সচেতনতামূলক সভা
মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মধ্যরাতে ডাক্তার-নার্সদের ঘুমে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত রোগীরা
বিরামপুরে গাজায় বর্বর হালমার প্রতিবাদে সমাবেশ
বাম হাত অবশ হওয়ার শঙ্কায় দিন কাটছে জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ হওয়া’ সোহানের’
আত্রাইয়ে তৌহিদী জনতার উদ্যোগে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
ফিলিস্তিনে হত্যাযজ্ঞের প্রতিবাদে ইসরাইলের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল
বাঙ্গালহালিয়া কুতুরিয়া পাড়া শিব মন্দিরে বাসন্তী পূজা সম্পন্ন

মিরসরাইয়ে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে এগিয়ে রক্তিম পরিবার

মিরসরাইয়ের অন্যতম স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন ও রক্তদাতা সংস্থা রক্তিম পরিবার সামাজিক ও মানবিক কাজের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। ২০১৭ সালের ২৫ আগষ্ট প্রতিষ্ঠিত হওয়া অন্যতম এই স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা মাত্র ১০ জন সদস্য নিয়ে যাত্রা শুরু করে। তারপর থেকে থেমে থাকেনি উক্ত সংগঠনের মানবিক কাজের গতি।
তারই ধারাবাহিকতায় চলতি বছরের ৫ মে দুঃস্থ, অসহায়, সুবিধাবঞ্চিত ব্যক্তি ও পরিবারের সাহায্যার্থে রক্তিম পরিবারের গঠিত উন্নয়ন প্রকল্প “প্রজেক্ট স্বাবলম্বী” ফান্ড থেকে উপজেলার জোরারগঞ্জ থানাধীন সোনাপাহাড় ও ভগবতীপুরে বিধবা দুই গৃহবধূর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। ২১ জুলাই সকালে উপজেলার জোরারগঞ্জ থানাধীন চৌধুরীহাটস্থ সংগঠনের নিকটবর্তী জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ি,
পূর্ব পরাগলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বারইয়ারহাট টু জোরারগঞ্জ সড়কের পাশে এই বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় ১০ জাতের ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
একই বছরের ২৫ সেপ্টেম্বর সকালে উপজেলার মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত থ্যালাসেমিয়া জনসচেতনতামূলক সেমিনারের আয়োজন করা হয় যেখানে প্রায় ৭ শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করে। ২২ অক্টোবর ব্লাড গ্রুপিং ডায়াবেটিস পরীক্ষা ক্যাম্পেইনে ৮০ জনের রক্তের গ্রুপ নির্ণয় এবং ৯৪ জনের ডায়াবেটিস পরীক্ষা করা হয়। সর্বশেষ গত ২ নভেম্বর দিবাগত রাত ২ টার দিকে উপজেলার ইছাখালী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইসলামপুর গ্রামের দেলু মেম্বার বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে বসতঘর পুড়ে নিঃস্ব দুই পরিবারকে আর্থিক অনুদান প্রদান করে রক্তিম পরিবার।
রক্তিম পরিবারের সভাপতি ও এডমিন মিনহাজ উদ্দিন জানান, ২০১৭ সালের ২৫ আগষ্ট মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের চৌধুরীহাট থেকে গঠিত কমিটির ৩৫ জন সদস্য নিয়ে উক্ত সংগঠন সাংগঠনিক যাত্রা শুরু করে। প্রতিষ্ঠাকালীন প্রাথমিক পর্যায়ে মেসেঞ্জার গ্রুপের ৩৫ জন সদস্যের মধ্যে সীমাবদ্ধ থাকলেও পরবর্তীতে সেটা রক্তদান ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের ফলে ফেসবুক গ্রুপের মাধ্যমে ছড়িয়ে পড়ে।
উক্ত সংগঠন রক্তদানের পাশাপাশি রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা, শীতবস্ত্র বিতরণ, হেফজ মাদ্রাসায় কুরআন শরীফ বিতরণ, ক্যান্সার রুগীর আর্থিক সহায়তা, গরীবের মেয়ের বিয়ের জন্য আর্থিক সহায়তা, শিক্ষার্থীদের সহায়তা সহ বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ করে যাচ্ছে। বর্তমানে সংগঠনে ৬৬ জন সদস্য এবং ফেসবুক গ্রুপে প্রায় ২৩০০ সদস্য রয়েছে।

শেয়ার করুনঃ