
বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির নামে ১৬ বছর ধরে গরু কোরবানি করে আসছেন কেন্দ্রীয় যুবলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও নড়াইল জেলা আওয়ামীলীগের সদস্য কাজী সরোয়ার হোসেন। প্রতি বছরের ন্যায় ঈদের পরের দিন মঙ্গলবার (১৮ জুন) সকাল ১০টায় নড়াগাতি থানার বাগুডাঙ্গা গ্রামে নিজ বাড়িতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির নামে ১টি গরু এবং কাজী সরোয়ার হোসেন এর পিতা বীর মুক্তিযোদ্ধা কাজী লোকমান হোসেনসহ তার মাতা, দাদা, দাদিসহ পরিবারের সকলের নামে আরো ১টি গরু কোরবানি করেন। নড়াইলের কালিয়া উপজেলা নড়াগাতি থানার অর্ন্তগত বাগুডাঙ্গা গ্রামের বীর মুক্তিযোদ্ধা কাজী লোকমান হোসেনের ছেলে কাজী সরোয়ার হোসেন। ছাত্রজীবন থেকে বঙ্গবন্ধুর নীতি ও আদর্শকে বুকে লালন করে ছাত্রলীগের রাজনীতিতে হাতেখড়ি। বর্তমানে কাজী সরোয়র বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক ও নড়াইল জেলা আওয়ামীলীগের সদস্য। কাজী সরোয়ার হোসেন বলেন, আমি ২০০৯ সাল থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির নামে গরু কোরবানি করে আসছি। বঙ্গবন্ধুর পরিবারের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার জায়গা থেকে আমি এ কাজ করে আসছি। আমি শুধূ বঙ্গবন্ধু ও তার পরিবারের নামে নয়, আমার বাবা-মাসহ আত্মীয় স্বজন ও পরিবারের সকলের নামে প্রতিবছর কোরবানী দিয়ে থাকি। প্রতিবছরের ন্যায় এ বছরও কোরবানীর গোস্ত আওয়ামীলীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মি ও এলাকার মানুষের মাঝে সুষ্ঠ ভাবে বন্টন করা হয়েছে। এ সময়, কালিয়া উপজেলা সেচ্ছাসেবকলীগ সভাপতি, জামান হোসেন জন, কালিয়া উপজেলা সেচ্ছাসেবকলীগের সহ- সভাপতি মল্লিক মামুন, কালিয়া পৌর- ছাত্রলীগের সাধারন সম্পাদক প্রশান্ত কুমার দাসসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা-কর্মিরা উপস্থিত ছিলেন।