ঢাকা, রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ক্লাস-পরীক্ষা বর্জন করে নোয়াখালী কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
শাহবাগে ফুলের দোকানে আগুন: ঝুলন্ত বৈদ্যুতিক সংযোগ ও হাইড্রোজেন সিলিন্ডার ছিল বিপদের কারণ
সরকারি সফরে রাশিয়া ও ক্রোয়েশিয়া গেলেন সেনাপ্রধান
বাঞ্ছারামপুরে বিএনপির ১১ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ
পঞ্চগড়ের বোদায় গুম, খুন, ছিনতাই, ও সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল
ফুলবাড়ী পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যদের নিয়ে ঈদ পূর্ণমিলনী
চাঁদাবাজির অভিযোগে কাঁঠালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদককে শোকজ
রাজধানীর’ খেতাপুড়ি ‘দখল করেছে পটুয়াখালীর ঝাউবন
ঝিকরগাছায় কিশোরকে বস্তা কিনতে পাঠিয়ে ভ্যান নিয়ে চম্পট
১৭ বৎসর আন্দোলন সংগ্রাম করেছি ,দরকার হলে আবারো নামা হবে: আজিজুল বারী হেলাল
পাঁচবিবিতে মোহাম্মদপুর ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
টিআরসি নিয়োগে দালালমুক্ত স্বচ্ছ প্রক্রিয়ার আশ্বাস ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের
উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটে রোগীদের দূর্ভোগ
চিলমারীতে ঐতিহ্যবাহী অষ্টমির স্নান সম্পন্ন
বিএনপি নেতার ওপর বোমা হামলার প্রতিবাদে কয়রায় বিক্ষোভ মিছিল

ঈদের আগে বিদ্যুৎস্পৃষ্টে দুই শিশুর মৃত্যু, ঈদ আনন্দ মাটি তিন পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর ইউনিয়েনর ছোট বাকাইল গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নয়ন ও নাঈম নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

রবিবার দুপুরের এ ঘটনায় দু্ই শিশুর পরিবারে মাটি হয়ে গেছে ঈদ আনন্দ। একই দিনে আখাউড়া উপজেলায় পুকুরে ডুবে তাইফ নামে সাত বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।সকাল ৯টার দিকে উপজেলার উত্তর ইউনিয়নের রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে
নিহত তাইফ উপজেলার উত্তর ইউনিয়নের রাজাপুর গ্রামের দুবাই প্রবাসী জায়েদ মিয়ার ছেলে। সে স্থানীয় একটি মাদরাসায় পড়তো।
জানা যায়, তাইফকে নিয়ে তার মা ঘুমিয়েছিলেন। সকালে কখন সে ঘুম থেকে উঠে যায় টের পায়নি তাইফের মা। ঘুম থেকে উঠে ছেলেকে না দেখে খুঁজতে থাকেন তিনি। সকাল ৯টার দিকে ভারত সীমান্ত সংলগ্ন একটি পুকুরে লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে শিশু তাইফের মা গিয়ে ছেলেকে উদ্ধার করে। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে একমাত্র ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে গেছেন মা। বার বার কান্নায় ভেঙে পড়ছেন।

আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার আরএমও (ভারপ্রাপ্ত) ডা. মোহাম্মদ লুৎফর রহমান বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বলেন, ধারণা করা হচ্ছে, পুকুরে ডুবে ওই শিশুর মৃত্যু হয়েছে।এ ব্যাপারে পরিবারের কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। বিদ্যুৎপস্টা দুই শিশুর মধ্যে মো. নয়ন মিয়া মজলিশপুর ইউনিয়নের ছোট বাকাইল গ্রামের মো. শামীম মিয়ার ছেলে ও একই এলাকার মো. লিটন মিয়ার ছেলে মো. নাঈম মিয়া। বাড়ির পাশেই একটি টিনের ঘরে তারা বিদ্যুতায়িত হয়।

মজলিশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামরুল হাসান জানান, দুপুরে ছোট বাকাইল গ্রামের একটি বাড়িতে টিনের বেড়ায় উপর পল্লী বিদ্যুতের তার ছিড়ে পড়ে। এতে ওই ঘরটি বিদ্যুতায়িত হয়। দুপুরে দুই শিশু বাড়ির পাশে খেলা করার সময় ঘরের টিনে ছোঁয়া লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটে পড়ে। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিসৎক তাদের মৃত ঘোষণা করেন।

সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সেলিম শেখ জানান, ঈদের আগের দিন এমন মৃত্যু সত্যিই বেদনাদায়ক। দুই পরিবারের পাশে দাঁড়ানোর জন্য কিছু দরকার হলে সেটা করা হবে।

শেয়ার করুনঃ