
পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার ১০ নং গজালিয়া ইউনিয়নে জেলেদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। জানা গেছে, ১৫ জুন শনিবার বেলা ১১ টা থেকে বিকালের মধ্যে উক্ত পরিষদ ও চেয়ারম্যানের বাড়ির সামনে থেকে জেলেদের মাঝে চাল বিতরণ করা হয় বলে জানা যায়। এসময় ৩৯০ জন তালিকা ভুক্ত জেলেদের মাঝে সরকার কর্তৃক নির্ধারিত হারে চাল বিতরণ করা হয় বলে জানা যায়। এছাড়াও একই দিন প্রধানমন্ত্রী’র উপহার ঈদ-উল- আযাহা উপলক্ষে ঈদ ভিজিএফ’র চাল বিতরণ করা হয়। এসময় ১৭৫০ জন সুবিধাভুগীদের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয় বলে জানা যায়। জেলেদের ও ঈদ ভিজিএফ’র চাল বিতরণ কালে এসময় উপস্থিত ছিলেন ১০ নং গজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোঃ হাবিবুর রহমান বিশ্বাস, ১০ নং গজালিয়া ইউনিয়ন পরিষদের ট্যাগ অফিসার মাহাবুব হাসান শিবলী, এ পরিষদের সচিব মোঃ নয়া মিয়া ও উক্ত পরিষদের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ শাহাবুদ্দিন মৃধা-, ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ খলিলুর রহমান,৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ লুৎফর রহমান, ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ কলিম উল্লাহ, ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবদুস সালাম মুন্সী ও ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ লিটন বিশ্বাস সহ ১০ নং গজালিয়া ইউনিয়ন পরিষদের অন্যান্য ইউপি সদস্য বৃন্দ, এ ইউনিয়নের দফাদার ও চৌকিদার গন এবং স্হানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিক বৃন্দরা।