ঢাকা, শনিবার, ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
আমতলীতে হুমকির বিচার চেয়ে থানায় অভিযোগ
ইসরায়েলি পন্য বয়কটের দাবিতে পল্লবী থানা যুবদলের বিক্ষোভ
কালিগঞ্জের লম্পট গৌরপদ মন্ডল গ্রেফতার
বিরামপুরে শ্রমিক দলের ঈদ পুনর্মিলনী
আত্রাইয়ে স্বেচ্ছাসেবক দলের সভাপতির ওপর হামলা গ্রেপ্তার-১
বোয়ালমারীতে গলায় ফাঁস নিয়ে বৃদ্ধের মৃত্যু
ঝালকাঠিতে জলবায়ু যোদ্ধাদের গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক-র‍্যালি
বাকাশিবোর চেয়ারম্যান হওয়ায় শুভেচ্ছাও অভিনন্দন পেয়েছেন প্রকৌশলী রুহুল আমিন
বান্দরবানের কালাঘাটায় বিএনপির অফিস ভাংচুরের প্রতিবাদে-নাইক্ষ্যংছড়িতে বিক্ষোভ
রামপুরায় এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের পর চাঁদা দাবী,উদ্ধারে পুলিশ
রূপসায় ফিলিস্তিনে নৃশংস গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুরে বিএনপির ঈদ পুনর্মিলন ও মতবিনিময় সভা 
বঙ্গোপসাগরে ডাকাতের কবলে পড়া ফিশিং ট্রলারসহ ৬৭ জেলেকে উদ্ধার করলো কোস্ট গার্ড
দুই কিলোমিটার ধাওয়া করে ছিনতাইকারীকে ধরলো সেনাবাহিনী
নওগাঁয় পরকীয়ার বলি সন্ধ্যা কে ফিরে পেতে পরিবারের সংবাদ সম্মেলন

কলাপাড়া ঘূর্নিঝড় রিমালে ক্ষতিগ্রস্থদের মাঝে ইমাম পরিষদের ত্রান বিতরন

ঘূর্নিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রান সহায়তা প্রদান করেছে পটুয়াখালী ইমাম পরিষদ। শনিবার দুপুর ১২ টায় কলাপাড়া কেন্দ্রীয় বড় জামে মসজিদ প্রাঙ্গনে কলাপাড়া ইমাম পরিষদের আয়োজনে ৬০ জন ক্ষতিগ্রস্থ মানুষকে এ ত্রান সহায়তা বিতরন করা হয়। এর মধ্যে ৫ জন সনাতন ধর্মালম্বী পরিবারের সদস্যও রয়েছে। এসময় প্রত্যেককে ত্রান হিসেবে ২ হাজার করে টাকা প্রদান করা হয়। ত্রান বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা ইমাম পরিষদের কোষাধ্যক্ষ মাওলানা মোখলেসুর রহমান, কলাপাড়া ইমাম পরিষদের সভাপতি মাওলানা মাসুম বিল্লাহ রুমী, সাধারন সম্পাদক ফেরদৌসুল হক গাজী, পটুয়াখালী জেলা ইমাম পরিষদের সদস্য হাফেজ মাওলামানা মোহতাসিম বিল্লাহ জোনায়েদ ও মুফতি কাওসার।
ত্রান পাওয়া অনিল দেবনাথ জানান, ঘূর্ণিঝড় রিমালে আমার বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। হুজুররা আমাকে ত্রাণ দিয়েছেন। এই প্রথমবারের মতো মসজিদের ইমামদের কাছ থেকে ত্রাণ পেলাম। এর আগে আর কখনো মুসলিম পরিবারের সদস্য আমাদের ত্রাণ দেয়নি। আমরা সবাই একসঙ্গে বসবাস করি। তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। ত্রাণ পাওয়া দীপক দেবনাথ জানান, মসজিদের ইমামগণ ভালো মানের মানুষ। তাদের সঙ্গে আমাদের ভ্রাতৃত্বের বন্ধন রয়েছে। তাই আজ তারা আমাদের ত্রান দিয়েছে। ত্রাণ পাওয়া রফিক মিস্ত্রি জানান, মসজিদের ইমামদের কাছ থেকে ত্রাণ পেয়েছি। আমাদের সঙ্গে কয়েকজন হিন্দু ভাইকেও ত্রান দেওয়া হয়েছে। ইমামগন একটি উদাহরণ তৈরী করলো। তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাইফুল ইসলাম রয়েল জানান, মুসলিমদের সবচেয়ে বড় সংগঠন ইমাম পরিষদ। বিভিন্ন সময় দেখেছি মুসলিমদের মাঝে ঐক্য করার লক্ষ্যে তারা ব্যাপক কাজ করেছে। এবং বিভিন্ন সময়ে তাদের নেতৃত্বে মুসলমানদের বিভিন্ন ইস্যু নিয়ে আন্দোলন হয়েছে। আজ তারা সনাতন ধর্মালম্বী ভাইদের ত্রান দিয়ে একটি দৃষ্টান্ত স্থাপন করল। হিন্দু মুসলিম ভাই ভাই এটাই তার প্রমান।কলাপাড়া ইমাম পরিষদের সভাপতি মাসুম বিল্লাহ রুমি জানান, শুধু মুসলিম পরিবার নয় আমাদের এলাকার অনেক হিন্দু পরিবারও ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই আমরা মুসলমান ভাইদের পাশাপাশি কয়েকজন হিন্দু ভাইকে ত্রান দিয়েছি। এর আগে ঘূর্ণিঝড়সহ নানা প্রাকৃতিক দুর্যোগেও আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছি।

শেয়ার করুনঃ