ঢাকা, শুক্রবার, ১১ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কালীগঞ্জে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কারে যুবকরা
মেলান্দহে বৈশাখী মেলা শুরুর আগেই গাঁজা বিক্রির হিড়িক
সরাইলে দু’গ্রুপের সংঘর্ষে চির বিদায় নিলেন জসিম উদ্দিন
বিএনপি নেতার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন
রংধনু গ্রুপের হেড অফ মিডিয়া ও নৃত্যপরিচালক সাইফুল আটক
১৮ রোহিঙ্গাসহ ২১ ইয়াবা পাচারকারী আটক
মোহাম্মদপুরে দিনব্যাপী সাড়াশি অভিযান,গ্রেফতার ১৩
বদলে যাচ্ছে পুলিশের লোগো,বাদ পড়ছে নৌকা
মডেল মেঘনা আলমকে অপহরণের অভিযোগ সঠিক নয়,রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত করার অপরাধে গ্রেফতার: ডিএমপি
অবশেষে হচ্ছে পুলিশ সপ্তাহ ২০২৫, আয়োজনে কাটছাঁট
সারাদেশে সেনা অভিযানে ৭ দিনে গ্রেফতার ৬০৮
মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সাদ্দাম গ্রেফতার
আমতলীতে পরীক্ষার হলে না গিয়ে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন
ফুলবাড়ীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে গরু বিতরণ স্থগিত
মোরেলগঞ্জে দ্বি-বার্ষিক সম্মেলনকে ঘিরে ফরিদ-মিলন প্যানেলের গণসংযোগ

কালিগঞ্জে গণসচেতনতা ও সততা চর্চায় রচনা ও বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন 

আলমগীর হোসেন কালিগঞ্জ সাতক্ষীরা

সাতক্ষীরার কালিগঞ্জে গণ সচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষে দুর্নীতি দমন কমিশন খুলনা কার্যালয়ের উদ্যোগে ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে রচনা, কুইজ ও বিতর্ক প্রতিযোগিতা এবং পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ জুন-২৪) সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ দীপু’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিঃ শেখ মেহেদী হাসান সুমন। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুকুমার দাশ বাচ্ছু ও সহ সভাপতি এ্যাডঃ জাফরুল্লাহ ইব্রাহিম এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজাহার আলী, দুর্নীতি দমন কমিশনের খুলনা অঞ্চলের সহকারী পরিচালক জাহিদ ফজল, বিশিষ্ট সাহিত্যিক অধ্যাপক গাজী আজিজুর রহমান ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আক্তারুজ্জামান পল্টু। রচনা ও বিতর্ক প্রতিযোগিতায় বিচারক মন্ডলী ছিলেন বিশিষ্ট সাহিত্যিক অধ্যাপক গাজী আজিজুর রহমান, অধ্যাপক হারুন উর রশিদ ও সহকারী অধ্যাপক সোমা বিশ্বাস। উপজেলার মধ্যে ১৬টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক মন্ডলীর অংশগ্রহণে বর্ণ্যাঢ্য আয়োজনে দুইদিন ব্যাপী অনুষ্ঠানমালা সম্পন্ন হয়েছে। উপজেলা সহকারী কমিশনার মোঃ আজাহার আলীর উদ্যোগে কুইজ প্রতিযোগিতা ও অন্যান্য প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে সন্মাননা স্মারক ও পুরুস্কার বিতরণ করা হয়। সোমবার (১০ জুন) সকল ৯ টায় বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ দীপু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা সভাপতি এম হাফিজুর রহমান শিমুল, সিনিঃ সহ সভাপতি এসএম আহম্মদ উল্লাহ বাচ্ছু, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য কলিকা সরকার, সৈয়দ মাহমুদুর রহমান, কৃষ্ণা কর্মকার, সদস্য ইলাদেবী মল্লিক, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান, মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার বৈদ, সাংবাদিকবৃন্দ শিক্ষক সরকারি কর্মকর্তা ও স্কুলের ছাত্র-ছাত্রীরা। বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়। রানার্সআপ হয়েছে কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়। এছাড়া রচনা প্রতিযোগিতার প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কার প্রদান করা হয়। রচনায় প্রথম স্থান অধিকার করে নলতা মাধ্যমিক বিদ্যালয়, দ্বিতীয় মোজাহার মেমরিয়াল মাধ্যমিক বিদ্যালয়, তৃতীয় কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়।

শেয়ার করুনঃ