ঢাকা, সোমবার, ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
আমতলীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা
মিরসরাইয়ে স্বপ্নের খৈয়াছড়া’র কার্যকরী পরিষদ গঠন, সভাপতি জাহেদ সম্পাদক নুর আহমেদ
কুষ্টিয়ায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে ছবির শেখকে গণপিটুনি
দেহ ব্যবসায়ীদের আস্তানা গুড়িয়ে ও পুড়িয়ে দিলেন এলাকাবাসী
আত্রাইয়ের আকাশ থেকে পড়ল বিরল আকৃতি’র শীলা
ফেনী নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অর্ধদিনব্যাপী সাড়াশি অভিযান
নওগাঁ-ঢাকা বাস কাউন্টারে প্রশাসনের ভ্রাম্যমাণ টিমের অভিযান
নবীনগরের সাংবাদিক গোলাম মোস্তফার ইন্তেকাল
ব্রাহ্মণবাড়িয়ায় ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ১১ সদস্যের কমিটি গঠন
বোয়ালমারীতে গৃহবধূর আত্মহত্যা,নিহতের পরিবারের দাবি খুন
বিস্ফোরক আইনের মামলায় মাদ্রাসার অধ্যক্ষ গ্রেফতার
রাজবাড়ীর সাবেক এমপি কেরামত কাজী গ্রেফতার
পল্লবী থানার বিশেষ অভিযানে ৩০ মামলার আসামিসহ ১২জন গ্রেফতার
গাজায় গণহত্যার প্রতিবাদে পিআরপি’র সকাল-সন্ধ্যা হরতালের ডাক
ঘোড়াঘাটে আদিবাসী উন্নয়ন সংস্থার র্নিবাচনে সভাপতি লুইস :সম্পাদক মাইকেল

মেলান্দহে ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা বলতেই অফিস সহায়ক ‘নায়েব আলী’

জামালপুরের মেলান্দহ উপজেলার ৫নং নয়ানগর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা বলতেই অফিস সহায়ক নায়েব আলী। নায়েব আলী ভূমি অফিস নিয়ন্ত্রণ করেন বলে অভিযোগ করেন উপজেলা ভূমি অফিসের কর্মচারী ও স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায়, নায়েব আলী ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক পদে চাকুরী করলেও পুরো অফিসের নিয়ন্ত্রণ তার হাতে। ইউনিয়ন ভূমি কর্মকর্তাই চলে তার ইশারায়।নামজারী থেকে শুরু করে সকল সেবায় তিনি নিয়ন্ত্রণে রেখেছেন । সরকার নির্ধারিত ফ্রী ছাড়াও অতিরিক্ত অর্থ হাতিয়ে নেন নামজারি করতে। আরোও জানা যায় ইউনিয়ন ভূমি কর্মকর্তার পদটি স্থানীয়দের নিকট পরিচিত নায়েব নামে।এদিকে অভিযুক্ত অফিস সহায়কের নাম নায়েব আলী। লোকে ডাকে নায়েব নামে।দীর্ঘদিন একই অফিসে চাকুরী করায় স্থানীয়দের নিকট নায়েব নামেই পরিচিত।যেকোন সেবার জন্য দারস্থ হন অভিযুক্ত নায়েব আলীর নিকট।ইউনিয়ন ভূমি কর্মকর্তাও দেখিয়ে দেন নায়েব আলীকে।সে সুযোগে হাতিয়ে নেন অতিরিক্ত অর্থ । ইউনিয়ন ভূমি অফিস থেকে পর্চা দেওয়ার নিয়ম নেই।কিন্তু নায়েব আলী ১০০-২০০ টাকার বিনিময়ে বিআরএস পর্চার ফটোকপি বিক্রি করেন। সরেজমিনে দেখা যায়, অফিস সময় শেষ হলে ইউনিয়ন ভূমি কর্মকর্তা অফিস থেকে চলে যান।তখন একাই জনসাধারণকে অর্থের বিনিময়ে অফিসে বসে সেবা দেন অভিযুক্ত অফিস সহায়ক নায়েব আলী।

নয়ানগর গ্রামের সোনামিয়া বলেন,এক বছর পূর্বে নামজারি করতে দেয় নায়েব আলীর মাধ্যমে। নামজারি করতে টাকা নেন ৫ হাজার টাকা।নামজারি পাশ হলে তার নিকট নামজারির কাগজ নিতে আসলে দাবি করেন আরও এক হাজার টাকা।টাকা দিতে না পারায় কাগজ দেয়নি সে।দুইদিন পর টাকা দিলেও কাগজ দেয়নি নায়েব আলী। নায়েব আলী বলেন কাগজ খুঁজে পাওয়া যাচ্ছেনা।সময় মতো কাগজ না নেওয়ায় এ অবস্থা।এভাবে ঘুরতে ঘুরতে সময় পার হয়েছে এক বছর।

উত্তর আদিপৈত এলাকার আলামিন বলেন,নামজারি করতে আসলে ১০ শতাংশ ভূমির জন্য টাকা দাবি করেন ২০ হাজার টাকা ।ধর কষাকষির এক পর্যায়ে ১৫ হাজার টাকা নেন।টাকা দেওয়ার ১ মাস পর নামজারির কাগজ হাতে পেয়েছি।

উপজেলা ভূমি অফিসের এক কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রায় সময় নায়েব আলীকে নিয়ে বিব্রতবোধ হতে হয়।তার বিরুদ্ধে অনেকেই বিভিন্ন অভিযোগ নিয়ে অফিসে আসে।তখন নিজেদেরই খারাপ লাগে।নায়েব আলীকে এ নিয়ে সতর্কও করা হয়েছে।

উপজেলা ভূমি অফিস সুত্রে জানা যায়, ৯ই জুন রবিবার নয়ানগর এলাকার মোজাম্মেল নামে এক ব্যক্তি নায়েব আলীর বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন। মেলান্দহ উপজেল সহকারী কমিশনার (ভূমি) তাসনীম জাহান বলেন, অভিযোগ পেলে উর্দ্ধতন কর্মকর্তাকে জানিয়ে ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুনঃ