
রাজধানীর উত্তরা এলাকায় ককটেল বিস্ফোরণে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। এসময় অবিস্ফোরিত অবস্থায় এক ককটেলসহ গাজীপুর মহানগর ছাত্রদলের নেতা গাজী মো. হাসানকে আটক করা হয়েছে।
রোববার (৫ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির উত্তরা বিভাগের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার জ্যোতির্ময় সাহা।
তিনি বলেন, পুলিশ টহলরত অবস্থায় নাশকতাকারীরা দুটি ককটেল পুলিশকে লক্ষ্য করে নিক্ষেপ করে। একটি ককটেল বিস্ফোরণ হয়। এতে আমাদের পুলিশের তিনজন সদস্য কিছুটা আহত হয়েছেন।
তিনি জানান, ককটেল নিক্ষেপের ঘটনায় জড়িত অভিযোগে একজনকে আটক করা হয়েছে। গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি কাজী মো. হাসানকে হাতেনাতে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, বিএনপি নেতাদের নির্দেশেই এই ককটেল নিক্ষেপ করেন তিনি।
ডিআই/এসকে